মোস্তাফিজ এখন আরও ভালো বোলার: রোডস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্টিভ রোডস চলতি বিপিএলে কাজ করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে। এই দলে আছেন বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পুরনো শিষ্যকে নতুন করে কাছে পেয়ে পর্যবেক্ষণ করে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন রোডস।
ইংলিশ কোচ রোডস ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের দায়িত্বে। কিন্তু বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় তাকে রাখেনি বিসিবি। তবে পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফল কোচদের একজন তিনি। তার অধীনেই আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এবারের বিপিএলে দুই ম্যাচের দুটিতেই জিতে রান রেটে এগিয়ে কুমিল্লা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। দলটির এই দারুণ শুরুতে মোস্তাফিজ অবদান রেখেছেন ৩ উইকেট নিয়ে। প্রথম ম্যাচে ৪ ওভারে ১৫ রানে তিনি শিকার করেন ২ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন খরুচে। ১ উইকেট নিতে ২.৩ ওভারে দেন ২২ রান।
আগের দিন মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের পর রোডস জানান, মোস্তাফিজের বোলিং আর শাণিত মনে হচ্ছে তার, 'আমরা সবাই জানি, ফিজ কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময়ের থেকে এখন তার মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার, কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু কিছু ব্যাপারে উন্নতি করেছে।'
উল্লেখ্য, সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে একাদশে জায়গা করে নেন মোস্তাফিজ। গত ২০২১ সালে টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে তিনি পান ২৮ উইকেট, ওয়ানডেতে ১০ ম্যাচে ২১.৫৫ গড়ে নেন ১৮ উইকেট।
Comments