মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহদের দলে করোনার থাবা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই প্রায় সব ফ্র্যাঞ্চাইজি দলে কমবেশি করোনাভাইরাস থাবা দিয়েছিল। সেখানে কিছুটা মুক্ত ছিল মিনিস্টার ঢাকা। এবার তাদের দলেও হানা দিয়েছে মরণঘাতি এ ভাইরাস। দলের শ্রীলঙ্কান পেসার ইশুরু উদানা কোভিড পজিটিভ হয়েছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামে মিনিস্টার ঢাকা। ম্যাচের আগে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানিয়েছে, 'গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করানো হয়। তাতে উদানা পজিটিভ হন। টুর্নামেন্টের করোনা প্রটোকল অনুযায়ী হোটেলে আইসোলেশনে আছেন তিনি। টুর্নামেন্টের মেডিকেল দলের তত্ত্বাবধানে বাঁহাতি এই পেসারের চিকিৎসা চলবে এবং নির্ধারিত সময়ে তার পরবর্তী করোনা পরীক্ষা করানো হবে।'
আক্রান্ত হলেও তেমন কোনো উপসর্গ নেই উদানার। তবে করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী বর্তমানে আইসোলেশনে রয়েছেন এ লঙ্কান পেসার।
ক্রিকেটারদের টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল কমাতে বিপিএলে ভিন্ন উপায় বেছে নিয়েছে বিসিবি। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হচ্ছে এ আসর। আগের মতো কড়া বিধিনিষেধ নেই।
বিপিএলে অবশ্য এবার সুবিধা করে উঠতে পারেননি উদানা। আগের চার ম্যাচে খেলে কোনো ম্যাচেই আলো ছড়াতে পারেননি তিনি। ৩ উইকেট নিয়েছেন। তবে বেশ খরুচে ছিলেন লঙ্কান এই পেসার। ব্যাট হাতে করেছেন ২৪ রান।
Comments