মাঠেই ধূমপান: শাহজাদের জুটল তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট
বিপিএলে মাঠের ভেতরে ধূমপান করে বিতর্কের জন্ম দেওয়া মিনিস্টার ঢাকার ব্যাটার মোহাম্মদ শাহজাদ অনুমিতভাবেই পেয়েছেন শাস্তি। তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। তিরস্কার করার পাশাপাশি আফগানিস্তানের এই ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাদের সাজার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে ই-সিগারেট ব্যবহার করে বিসিবির আচরণবিধির লেভেল এক ভঙ্গ করেছেন তিনি।
শাহজাদের বিরুদ্ধে অভিযোগ আনেন মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ অফিসিয়াল মোজাহিদ স্বপন। তিনি অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ কর্তৃক প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়েনি।
বিসিবির আচরণবিধির লেভেল এক ভঙ্গের শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।
এদিন বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও কুমিল্লার। কিন্তু বৃষ্টির কারণে খেলাটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। সন্ধ্যা ৬টার দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় কাভার উঠিয়ে মাঠ পরিচর্যার কাজ শুরু করেছিলেন মাঠকর্মীরা। সেসময় মাঠে প্রবেশ করেছিলেন ঢাকার অনেক ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন শাহজাদও। কিন্তু সাজঘরের সামনে সীমানার ভেতরে দাঁড়িয়ে তিনি করে বসেন বিতর্কিত এক কাণ্ড।
সিগারেটের বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন ই-সিগারেট। মাঠে সেটাই ব্যবহার করতে দেখা যায় শাহজাদকে। সেসময় তার পাশে ছিলেন দুই স্বদেশি ক্রিকেটার। একজন ঢাকারই ফজল হক ফারুকি, আরেকজন কুমিল্লার করিম জানাত।
এমন পরিস্থিতিতে শাহজাদকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। কিন্তু ধূমপান করতে নিষেধ করলে বিরক্তির ছাপ দেখা যায় তার চোখেমুখে। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন তিনি।
খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। স্পোর্টসম্যানশিপের প্রচলিত রীতির সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক। সব মিলিয়ে শাহজাদের শাস্তি পাওয়া অবধারিতই ছিল।
Comments