ব্যথা নিয়ে খেলতে নেমেও খুলনার জয়ের নায়ক ফ্লেচার
ম্যাচটা ছিল এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেই। লক্ষ্য তাড়ায় ততোক্ষণে উইকেট সেট হয়ে গিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সারটা পুল করতে গিয়ে হলো যতো বিপত্তি। মিস করলে আঘাত হানে চোয়ালে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। যেতে হয় হাসপাতালেও। সে আঘাত সেরে উঠলেও এখনও ব্যথা রয়েছে। সেই ব্যথা নিয়ে এবার চট্টগ্রামের বিপক্ষে তাদের ঘরে মাঠে নামলেন ফ্লেচার। আর ফিরেই নায়ক এ ক্যারিবিয়ান।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকরা। জবারে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় খুলনা। মিরপুরে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিতে পেরেছে দলটি।
চট্টগ্রামের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় এদিন সৌম্য সরকারকে নিয়ে ব্যাটিংয়ে নামেন ফ্লেচার। শুরুতে সৌম্যকে হারালে রনি তালুকদারকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। এরপর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন এ ক্যারিবিয়ান। শেষ পর্যন্ত ৫৮ রানের ইনিংস খেলে আউট হন ফ্লেচার। ৪৭ বলের এ ইনিংস খেলতে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। তাতে ম্যাচসেরার পুরষ্কার মিলে এ ওপেনারের।
ব্যথা নিয়ে মাঠে নেমেও দলের জয়ে অবদান রাখতে পেরে তাই দারুণ খুশি ফ্লেচার, 'এখনও আমার অল্প ব্যথা রয়েছে। তবে আমি ফিরে আসতে পেরে খুশি। এবং দলের জয়ে সহায়তা করতে পেরেও ভালো লাগছে। উইকেট কিছুটা স্লো ছিল। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। খুব বড় লক্ষ্য ছিল না তাই আমি জানতাম আমি রান রেট সচল রাখতে পারব।'
Comments