বিপিএল থেকে ছিটকে গেলেন আল-আমিন

al amin hossain
ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে এসেছিলেন পেসার আল-আমিন হোসেন। বিপিএলে তাই তাকে নিয়ে দারুণ আশা ছিল সিলেট সানরাইজার্সের। কিন্তু পায়ের আঙুলের চিড়ে খারাপ খবরই শুনতে হলো তাকে।

সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ জানিয়েছে পায়ের আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আল-আমিনকে। ফলে বিপিএল খেলা হচ্ছে না তার। আল-আমিন ছিটকে যাওয়ায় বিপিএল গর্ভনিং কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিকল্প হিসেবে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে দলে নিয়েছে সিলেট।

এবার বিপিএলে মাঝারি মানের দল বানিয়েছে সিলেট। বর্তমান জাতীয় দলের তারকাদের মধ্যে দলটিতে আছেন কেবল তাসকিন আহমেদ। পেস বোলিং আক্রমণের ভারও তার কাঁধে। আল-আমিন তাই ছিলেন দলটির অন্যতম ভরসা। তিনি ছিটকে যাওয়ায় মুক্তার আলি, আলাউদ্দিন বাবুদের মতো অলরাউন্ডার দিয়ে কাজ সারতে হবে তাদের।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারে সিলেট। পরের ম্যাচে তারা হারিয়ে দেয় মিনিস্টার ঢাকাকে।   আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) সিলেটের পরের ম্যাচের প্রতিপক্ষও মিনিস্টার ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফিরতি লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।

গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর চোট নিয়েও ভাবতে হচ্ছে তাদের। ঢাকার বিপক্ষে জয়ের দিন ফিল্ডিংয়ে চোট পেয়ে ডান হাতে দুই সেলাই লেগেছে অপুর। তবে বোলিং হ্যান্ড না হওয়ায় অপুকে নিয়ে আশাবাদি সিলেট।

সিলেট সানরাইজার্স:

সরাসরি: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন আলেক্সজান্ডার ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন- (বদলি আলাউদ্দিন বাবু) , নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়।

ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।

Comments

The Daily Star  | English
Chief Adviser's suggestion on voter age

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago