বিপিএলে ডিআরএসের বিকল্প এডিআরএস
ডিআরএস না থাকা তুমুল বিতর্ক। আর কেন এতো বিতর্ক তা স্পষ্ট বোঝা গেল প্রথম কয়েক ম্যাচেই। ম্যাচের আম্পায়ারিং নিয়েও চলছে বিতর্ক। তাতে টনক নড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের। তাই বাধ্য হয়ে বিকল্প একটি পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। চট্টগ্রাম পর্বের শুরু থেকে ব্যবহার করা হবে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে তারা জানিয়েছে, 'আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্সের মধ্যকার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২২-এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তে সহায়তার জন্য অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কারিগরি কমিটি।'
করোনার কারণে টেকনিশিয়ান সহজলভ্য না হওয়ায় ডিআরএসের মূল প্রযুক্তি ব্যবহার করতে পারছে না বিসিবি। কিন্তু আম্পায়ারিং নিয়ে বিতর্কের কারণে ২৬ জানুয়ারি এক সভার আয়োজন করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। যেখানে উপস্থিত ছিলেন ছয় দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজাররা। ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রতিনিধি ও প্রোডাকশন টিমের সদস্যরাও। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে প্রযুক্তি পাওয়া যাচ্ছে তা দিয়েই রিভিউ সিস্টেম চালু করার সিদ্ধান্ত মেনে নিয়েছেন সবাই।
শুধুমাত্র এলবিডব্লিউ সিদ্ধান্তের ক্ষেত্রেই রিভিউ নেওয়া যাবে। ডিআরএসের মতোই এখানেও সর্বোচ্চ দুটি অসফল রিভিউ নিতে পারবে দলগুলো। সময় থাকছে ১৫ সেকেন্ড। বল ট্র্যাকিং প্রযুক্তি না থাকায় পিচে স্টাম্প সোজা 'শেডেড এরিয়া' বা একটা ছায়াপথ তৈরি করে দেখা হবে বল কোথায় পিচ করেছে এবং তার ইমপ্যাক্ট কোথায়। বল স্টাম্পে আঘাত করছে কিনা সেটি বুঝতে তৈরি করা হবে স্বচ্ছ অঞ্চল। স্প্লিট স্ক্রিন ও সুপার স্লো মোশনেরও ব্যবহার করা হবে। স্নিকো মিটার বা আলট্রা এজ না থাকায় বল ব্যাটে লেগেছে কিনা বুঝতে ব্যবহার করা হবে স্টাম্প মাইক। সঙ্গে থাকবে তাৎক্ষণিক ফুটেজ।
Comments