বিপিএলে ‘ছোট’ তারকাদের ‘বড় পারফরম্যান্স’ অব্যাহত থাকবে?
তামিম ইকবালের ফিফটির ম্যাচে ঝড় তোলে ফিফটি করে আলো কেড়ে নিচ্ছেন রনি তালুকদার। সাকিব আল হাসানকে ছাপিয়ে নায়ক হচ্ছেন নাহিদুল ইসলাম। নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপুরা দেখাচ্ছেন স্পিনের ঝলক। মাহমুদুল হাসান জয় দিচ্ছেন সামর্থ্যের প্রমাণ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ঢাকা পর্বের খণ্ড খণ্ড চিত্র এরকম।
এখনো পর্যন্ত ম্যাচ হয়েছে ৮টি। তাতে বেশিরভাগই দেশের স্থানীয় পাদ প্রদীপের আড়ালে থাকা ক্রিকেটাররাই আলোচনায় এসেছেন। ৮ ম্যাচের মধ্যে দুবার ম্যাচ সেরা হয়েছেন কুমিল্লার নাহিদুল। রনি, মেহেদী হাসান মিরাজ, নাসুম, অপুরা একবার করে। অভিজ্ঞ বড় তারকাদের মধ্যে এখনো পর্যন্ত ম্যাচ সেরা হয়েছেন কেবল মাহমুদউল্লাহ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ম্যাচ সেরা হয়েছেন কেবল বেনি হাওয়েল।
স্পষ্টতই বোঝা যাচ্ছে দাপট স্থানীয় কপ জৌলুস থাকা তারকাদের। এখন পর্যন্ত দুটি ফিফটি করেছেন তামিম। তবে এই দুই ফিফটিই ছিল মন্থর গতির, মেটাতে পারেনি দলের চাহিদা। ওই দুই ম্যাচে হেরেছেও তার দল। খুলনা টাইগার্সের বিপক্ষে তামিম করেন ৪২ বলে ৫০। ওই ম্যাচে ৪২ বলে ৬২ করে নায়ক বনে যান রনি।
প্রথম ধাপে মাত্র ২ ম্যাচ খেলেই ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী সিলেট সানরাইজার্সের বাঁহাতি স্পিনার অপু। মিনিস্টার ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
কম রান দেওয়ায় সবাইকে ছাপিয়ে অফ স্পিনার নাহিদুল। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। বিপিএলের ইতিহাসে সেরা ইকোনমিক বোলিংয়ের রেকর্ডে শহিদ আফ্রিদির পাশে নাম উঠান নাহিদুল। নাহিদুলের এমন ঝলকে একই ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়েও আড়ালে পড়ে যায় সাকিবের পারফরম্যান্স।
কুমিল্লার দুই জয়েই ম্যাচ সেরা হন নাহিদুলই। তবে তাদের জয়ে ব্যাট হাতে ঝলক দেখান মাহমুদুল জয়। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা জয় এখনো পায়ের নিচের মাটি খুঁজছেন। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখিয়ে ২২৮ বলে ৭৮ রান করেছিলেন, দলের ঐতিহাসিক জয়ে রেখেছিলেন অবদান। তবে টি-টোয়েন্টিতে তিনি কতটা কি করতে পারবেন তা নিয়ে সংশয় ছিল। এবার বিপিএলের অভিষেকেই ক্রিকেটীয় শট খেলে ৩৫ বলে করেন ৪৮ রান। বিপিএলের বাকি ম্যাচগুলোতে তিনি কি করেন তা দেখার অপেক্ষায়।
শুক্রবার থেকে বিপিএলের খেলা চট্টগ্রামে। চারদিনে সেখানে হবে ৮ ম্যাচ। সাধারণত চট্টগ্রামের উইকেট বেশ ভালো থাকে। বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক। বিপিএলের এই ধাপেও তরুণ ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স অব্যাহত থাকলে তা দেশের ক্রিকেটে নিয়ে আসবে ইতিবাচক বার্তা।
Comments