বিপিএলে এবার প্রথম সেঞ্চুরি সিমন্সের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে সিলেট সানরাইজার্সের ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্সের ব্যাট থেকে। শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে দারুণ এ সেঞ্চুরি তুলে নেন এ ওপেনার। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও বটে।
এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেন সিমন্স। বিপিএলের নিজের প্রথম সেঞ্চুরিটি এ আসরের ইতিহাসে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আর তার ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে সিলেট সানরাইজার্স।
এবারের আসরে যোগ দিয়ে প্রথম দুটি ম্যাচে ফিট ছিলেন না সিমন্স। তৃতীয় ম্যাচে ফেরেন। ফিরে অবশ্য সেদিন সুবিধা করে উঠতে পারেননি। ১৬ রানে আউট হয়ে যান। তবে পরের ম্যাচেই নিজের জাত চেনালেন এ তারকা। তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও বটে।
এদিন ওপেনিংয়ে নেমে কিছুটা দেখে শুনেই শুরু করেন সিমন্স। প্রথম ১০ বলে ছিল না কোনো বাউন্ডারি। রুবেল হোসেনের করা চতুর্থ ওভারের শেষ দুই বলে দুটি চার মেরে শুরু করেন। পরের ওভারেই স্বদেশী আন্দ্রে রাসেলের বলে মারেন তিনটি বাউন্ডারি।
এরপর অবশ্য ওপেনার এনামুল হক বিজয় আউট হলে ফের কিছুটা দেখে খেলেন সিমন্স। পরের তিন ওভারে মারেন কেবল একটি বাউন্ডারি। প্রথম ছক্কাটা মারেন আফগান লেগি কায়েস আহমেদের করা ইনিংসের দশম ওভারে। পরের ওভারে রাসেলকে দুটি চার ও এক ছক্কায় আগ্রাসনের শুরু করেন সিমন্স। যা চলে প্রায় শেষ পর্যন্ত।
৩৪ বলে ফিফটি তুলে নেওয়া সিমন্স সেঞ্চুরি করেছেন ৫৯তম বলে। ইবাদতের বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক স্পর্শ করেন। ১৯তম ওভারে সেই রাসেলের বলে আউট হওয়ার আগে খেলেছেন ১১৬ রানের ইনিংস। আরও একটি ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ক্যাচ তুলে দেন তামিম ইকবালের হাতে। ৬৫ বলের ইনিংসটি সাজাতে ১৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান এ ক্যারিবিয়ান তারকা।
সবমিলিয়ে বিপিএলে এটা ২২তম সেঞ্চুরি। যার অধিকাংশই এসেছে তার স্বদেশীদের কাছ থেকে। সিমন্সের এ সেঞ্চুরিসহ মতো ১২টি সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ানরা। ক্রিস গেইল একাই করেছেন পাঁচটি।
Comments