বিপিএলের শেষ ধাপে পূর্ণাঙ্গ ডিআরএস আনার চেষ্টায় বিসিবি
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় বিপিএল শুরুর আগেই জন্ম হয় সমালোচনার। শুরুর পরই আম্পায়ারদের কয়েকটি ভুল সিদ্ধান্তের পর তা আরও গতি পায়। পরে চট্টগ্রাম পর্ব থেকে বিকল্প ব্যবস্থায় রিভিউ চালু করে বিসিবি। কিন্তু তাতেও সমস্যা মিটছিল না। টুর্নামেন্টের স্বার্থে বিপিএলের শেষ দিকে সব প্রযুক্তি নিয়েই রিভিউ ফেরানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড।
বুধবার গণমাধ্যমে হাজির হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান,শেষ দিকের ৭ ম্যাচে পূর্ণাঙ্গ রিভিউ দেখা যেতে পারে, 'আমরা চেষ্টা করছি বিপিএলের শেষ অংশে ডিআরএস যুক্ত করা যায় কিনা। এরই মধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে আফগানিস্তান সিরিজে ডিআরএস আনার। চেষ্টা করব ঢাকার শেষ অংশেই এটা যুক্ত করার।'
মূলত করোনাভাইরাসের কারণে অপারেটর আনতে না পারায় ডিআরএস রাখতে পারেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজি সব লিগে ডিআরএস থাকলেও বিপিএলে তা না থাকায় প্রশ্নের মুখে পড়তে হয় বোর্ডকে। পরে অল্টারনেটিভ ডিআরএস (এডিআরএস) নামের এক বিকল্প ব্যবস্থা যুক্ত হয় চট্টগ্রাম পর্বে। কিন্তু আল্ট্রা এজ, বল ট্রাকিং না থাকায় তা থেকে খুব একটা সুবিধা মিলছিল না।
এবার শেষ ধাপে প্রযুক্তিগত সুবিধা নিয়েই ডিআরএস আনার প্রক্রিয়া শুরু করল বিসিবি। সিলেটের ধাপ শেষে ঢাকায় শেষ ধাপের খেলা শুরু হবে ১১ ফেব্রুয়ারি। রাউন্ড রবিন লিগের শেষ চার ম্যাচ, কোয়ালিফায়ার ও এলিমিনেটের তিন ম্যাচ এবং ফাইনাল মিলিয়ে এই ধাপে আছে ৭ ম্যাচ। বিসিবির আশা আলট্রা এজ, বল ট্র্যাকিং প্রযুক্তিসহ পূর্ণাঙ্গ ডিআরএসই আনতে পারবেন তারা।
Comments