বল টেম্পারিং করায় বোপারার শাস্তি
অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে ধরা পড়েছিলেন রবি বোপারা। ম্যাচের মধ্যেই তার দল সিলেট সানরাইজার্সকে ৫ রান জরিমানা করা হয়েছিল। এবার আরও বড় শাস্তির মুখে পড়েছিলেন তিনি। ম্যাচ রেফারি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করলে আপিল করে সাজা কিছুটা কমিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বলের আকৃতি নষ্ট করায় বোপারাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। তবে তার শাস্তি ছিল আরও বেশি। ম্যাচ রেফারি দেবব্রত পাল টেম্পারিংয়ের জন্য তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছিলেন। পরে বোপারার আপিলে সাড়া দিয়ে ক্ষমতা বলে বিপিএলের টেকনিক্যাল কমিটি সাজা কমিয়ে দেয়।
কোড অব কন্ডাক্টের ধারা অনুযায়ী লেভেল-থ্রি ভঙ্গ করায় এই সাজা পেলেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক। তিন ডিমেরিট পাওয়া বোপারা আরও একটি ডিমেরিট পয়েন্ট পেলে এই টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
গত সোমবার বিপিএলে সিলেট পর্বের প্রথম দিনেই ঘটে এই ঘটনা। টসের আগে আচমকা মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় অধিনায়ক করা হয় বোপারাকে। অধিনায়কত্ব পেয়েই বিতর্কের জন্ম দেন বোপারা।
খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বল করতে এসে নখ দিয়ে বলের আকৃতি নষ্ট করেন তিনি। ওই ওভারের তৃতীয় বলের পরেই বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। বলে নখের আঁচড় পেয়ে তা হাতে নিয়ে পরীক্ষা করেন মাঠের দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রিগিত রামবুকভেলে। তাদের কাছে বলে বিকৃত স্পষ্ট হওয়ায় সিলেটকে ৫ রান পেনাল্টি করা হয়। বদল করা হয় বল।
বিধি অনুযায়ী পরে ম্যাচ রেফারি তাকে নিষিদ্ধের সাজা দিয়েছিলেন। বোপারা আপিল করলে শুনানির পর টেকনিক্যাল কমিটি সাজা কিছুটা কমিয়ে দেয়।
Comments