নাম দিয়ে ক্রিকেট হয় না: ইমরুল

ছবি: ফিরোজ আহমেদ

গ্যালাক্টিকোস যুগে আহামরি তেমন কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অথচ বিশ্বফুটবলের প্রায় সব তারকা খেলোয়াড়ই ছিল তাদের দলে। তারকাদের ঝাঁক দলে নিয়ে ব্যর্থতার এমন উদাহরণ ভূরিভূরি। শুধু ফুটবল নয়, এমনটা হয়ে আসছে পুরো ক্রীড়াঙ্গনেই। ক্রিকেটেও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বেশ তারকাখচিত দলই গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিস, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, ইংলিশ অলরাউন্ডার মঈন আলীদের মতো তারকারা আছেন দলে।

আছেন দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমান, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের মতো খেলোয়াড়রা। স্বাভাবিকভাবেই আসরে ফেভারিট দল হিসেবেই নামবে কুমিল্লা। কিন্তু এতো এতো তারকাদের নামের কারণেই দলটি চ্যাম্পিয়ন হতে পারবে না বলে মনে করেন অধিনায়ক ইমরুল কায়েস। মাঠেই প্রমাণ করতে হবে তাদের।

বুধবার আনুষ্ঠানিক অনুশীলনের ফাঁকে ইমরুল বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা কম টিম। এখন জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে আমরা কত ভালো দল।'

প্রথমবারের মতো এবার বিপিএল খেলতে এসেছেন দু প্লেসি। টি-টোয়েন্টি সংস্করণের অন্যতম সেরা ক্রিকেটারই মানা হয় তাকে। অনুশীলনে লম্বা সময় তার সঙ্গে কথা বলে দেখা যায় ইমরুলকে। এ প্রোটিয়া তারকার সঙ্গে সঙ্গে কি কথা হয়ে তাও জানান কুমিল্লা অধিনায়ক, 'সে অনেক বড় তারকা। বিশেষত টি-টোয়েন্টিতে। সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে যে আইপিএলে বা অন্য টুর্নামেন্টগুলোতে কীভাবে ব্যাট করে। আমি তাকে বললাম আমাদের দেশের উইকেট কন্ডিশন কেমন, উইকেটগুলো কেমন থাকে।'

'আমাদের টিমের প্ল্যান কী হওয়া উচিত। যেহেতু ওর সঙ্গে লিটন ব্যাট করবে, হয়তো প্রথম দুই ম্যাচ করবে না...তো এসব বিষয়ই শেয়ার করেছি। যেহেতু অনেক অভিজ্ঞ, মাঠে ওর সাহায্যটা দরকার।' - যোগ করেন ইমরুল।

তবে চ্যাম্পিয়ন হতে হলে আসরের শুরুটা ভালো করতে মুখিয়ে আছেন ইমরুল, 'বিপিএলের মতো টুর্নামেন্টে শুরুটা গুরুত্বপূর্ণ। আপনি যত বড় টিম হন না কেন, ভালো শুরু করতে পারলে একটা মোমেন্টাম পেয়ে যায়। তখন ভালো খেলার সম্ভাবনা থাকে।'

Comments

The Daily Star  | English
New textbooks will say Ziaur Rahman declared independence

New textbooks will say Ziaur Rahman declared independence

The new textbooks for primary and secondary students will now state that Ziaur Rahman declared the independence of Bangladesh in 1971.

13h ago