তেলেগু সিনেমা থেকে প্রেরণা নিয়ে অপুর নতুন উদযাপন
আগে উইকেট নিয়েই নাগিন নাচ দেখাতেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এবারের বিপিএলে উইকেট পাওয়ার পর তার উদযাপনে এসেছে ভিন্নতা। মিনিস্টার ঢাকাকে বিধ্বস্ত করার দিনে সিলেট সানরাইজার্সের অপু জানালেন তার নতুন উদযাপনের পেছনের গল্প।
মঙ্গলবার ঢাকাকে ধসিয়ে দিতে ৪ ওভার বল করে মাত্র ১৮ রানে ৪ শিকার ধরেন অপু। প্রতিটি উইকেট পেয়েই ঘাড়ের এক পাশ উঁচু করে নাচতে দেখা যায় অপুকে। যা মিল আছে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত তেলেগু ক্রাইম ফিকশন সিনেমা 'পুষ্পা-দ্য রাইজ' এর নায়কের নাচের ভঙ্গিমার সঙ্গে।
পুষ্পার নাচের সঙ্গে অপু অবশ্য একটু মিশ্রণ ঘটিয়েছেন। ঘাড় উঁচু করার পাশাপাশি এক হাত দিয়ে তার ট্রেডমার্ক নাগিন ভঙ্গিও বহাল রেখেছেন। ম্যাচ শেষে জানালেন এই উদযাপন পুষ্পার চ্যালেঞ্জ নেওয়া মানসিকতা থেকে অনুপ্রাণিত, 'পুষ্পা মুভিটা দেখেছিলাম। ও সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ক্রিকেট খেলাটাই এমন প্রত্যেক মুহুর্তে চ্যালেঞ্জ নিতে হয়। এজন্য নাগিনের সঙ্গে এটা যুক্ত করে নিয়েছি।'
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সিলেটের স্পিনের কোন জবাব দিতে পারেনি ঢাকা। মাত্র ১০০ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল-মাশরাফি মর্তুজার মতো অভিজ্ঞতায় ঠাসা দল। ওই রান পেরিয়ে ৭ উইকেটে অনায়াসে জিতেছে সিলেট।
মন্থর উইকেটের ফায়দা কাজে লাগিয়ে দারুণ বল করে ম্যাচ সেরা হন অপু। জানালেন কন্ডিশন অনুকূলে থাকায় কেবল চেপে রাখার দিকে মন দিয়েছিলেন তিনি, 'আমি প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তাছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এটা ওটা করা উচিৎ।'
Comments