ড্রাফটে দল না পাওয়া মুনিম দেখাচ্ছেন ঝলক 

Munim Shahriar
দারুণ ইনিংসের পথে মুনিম শাহরিয়ারের শট। ছবি: ফিরোজ আহমেদ

আবাহনীর হয়ে গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ঝড় তুলে প্রথম আলোয় এসেছিলেন মুনিম শাহরিয়ার। বিপিএলের ড্রাফট থেকে তাকে নিয়ে অনেকের আগ্রহ থাকাটাই হতো স্বাভাবিক। বিস্ময়করভাবে ড্রাফট থেকে কেউই এই ব্যাটসম্যানকে দলে নেয়নি। ড্রাফটের বাইরে থেকে পরে তাকে দলে নেয় ফরচুন বরিশাল। শুরুতে দল না পাওয়া সেই মুনিম বিপিএলে সুযোগ পেয়েই দেখাচ্ছেন ঝলক। 

ড্রাফটের বাইরে থেকে বরিশালে সুযোগ পেলেও একাদশে সুযোগ মিলছিল না। শুরুর দিকের দুই ম্যাচ খেলতে পারেননি কোভিড-১৯ পজিটিভ হওয়ায়। তা থেকে সরে উঠলেও একাদশে জায়গা পেতে মুনিমকে অপেক্ষা করতে হয়েছে আরও চার ম্যাচ। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম ম্যাচে নেমে ১ রান করেই বড় শটের চেষ্টায় আউট হয়ে গিয়েছিলেন। বাকি দুই ম্যাচেই দলের আগ্রাসী শুরু এসেছে তার ব্যাটেই। 

Munim Shahriar
প্রথম ফিফটির পর মুনিম। ছবি: ফিরোজ আহমেদ

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৪ বাউন্ডারি, ৩ ছক্কায় করেছেন ৪৫ রান। বরিশালের বড় রানের ভিত এনে দিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মুনিমকে পাওয়া গেল আরও বিস্ফোরক ভূমিকায়। 

ক্রিস গেইলকে এক পাশে নিষ্প্রভ রেখে চার-ছক্কার ঝড় তুললেন তিনি। মাত্র ২৬ বলে স্পর্শ করলেন বিপিএলের প্রথম ফিফটি। আউট হয়েছেন ফিফটির পর পরই। ২৮ বলে তার ব্যাট থেকে এসেছে ৫১ রান। ৬ চারের সঙ্গে মেরেছেন তিন ছক্কা। তার নৈপুণ্যে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৭ এনে ফেলে বরিশাল। তার এমন ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগায় বরিশাল। ২০ ওভার ব্যাট করে তাদের সংগ্রহ ১৯৯ রান। সাকিব আল হাসান তাতে করেছেন ১৯ বলে ৩৮ রান, ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ১৩ বলে ৩৪ রান। ৪৫ বলে ৫১ করেন ক্রিস গেইল। 

বিপিএলে জাতীয় দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যেখানে ধুঁকছেন, মুনিমকে পাওয়া গেছে সাবলীল ভূমিকায়। ক্রিজে এসে ইতিবাচক মানসিকতায় ব্যাট চালিয়ে গেছেন তিনি। উইকেটের মায়া না করে খেলেছেন দলের চাহিদা মেনে। 

ঢাকা প্রিমিয়ার লিগে বেশিরভাগ ম্যাচ হয়েছে মন্থর উইকেটে। যেসব উইকেটে দ্রুত রান করার জন্য সংগ্রাম করেছেন অনেকে। সেখানেও সফল ছিলেন মুনিম। আবাহনীর হয়ে ১৪ ম্যাচ হেলে ২ ফিফটিতে ৩৫৫ রান করেছেন। ১৪৩.১৪ স্ট্রাইকরেট বলে দেয় তার ব্যাটের ঝাঁজ।

বিপিএলেও নিজের আগ্রাসী ঘরানার ব্যাটিং অব্যাহত রাখলে নিসন্দেহে আসরের নজরকাড়া পারফরমার্দের একজন হিসেবে থাকবেন ২৩ পেরুনো ময়মনসিংহের এই ক্রিকেটার। 
 

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

36m ago