ট্রফির নাগাল পাবেন কী মুশফিক?
'একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।' বেশ আক্ষেপ ঝরা কণ্ঠে বললেন মুশফিকুর রহিম।
নিঃসন্দেহে বাংলাদেশ দলের অন্যতম সেরা একজন ব্যাটার মুশফিক। প্রায় দেড় দশক ধরেই বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারও তিনি। অথচ তিনিই কি-না পারেননি এ আসরের শিরোপায় চুমু খেতে?
এক মাশরাফি বিন মুর্তজাই পেলেন চারটি শিরোপার স্বাদ। স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবালও। কম বেশি দেশের প্রায় সব তারকা খেলোয়াড়েরই এ শিরোপা স্পর্শ করা হয়ে গেছে। কিন্তু সেখানে ব্যতিক্রম মুশফিক।
দেড় দশকেরও বেশি সময় ধরে পেশাদার ক্রিকেট খেলছেন মুশফিক। ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে শিরোপা স্বাদ পেয়েছিলেন তিনি। যদিও আসরের শেষ ভাগে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তবুও তো শিরোপা ছুঁয়েছেন। প্রিমিয়ার লিগের মতো এবার আক্ষেপটা মেটানোর সুযোগটা থাকছে বিপিএলেও।
বিপিএলে এবার খুলনা টাইগার্সের হয়ে খেলবেন মুশফিক। দলটির অধিনায়কও তিনি। গত মৌসুমে এ দলটিকে নিয়ে প্রথমবারের মতো ফাইনাল উঠেছিলেন তিনি। কিন্তু আন্দ্রে রাসেলের নৈপুণ্যে রাজশাহী রয়্যালসের কাছে হেরে যায় তার দল। এবার তাই চ্যালেঞ্জটা আরও এক ধাপ পার হওয়ার।
বৃহস্পতিবার দলের অনুশীলনে এসে মুশফিক বললেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর বিপিএল টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বব্যাপী বিপিএলের একটা সুনাম আছে। এখানে কোয়ালিটি ক্রিকেট হয়, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকেই। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাই চাই ইনশাআল্লাহ্। শুরুটা খুব গুরুত্বপূর্ণ, কাল শুরু হচ্ছে। শীর্ষ দুইয়ে থেকে যেন লিগ পর্ব শেষ করতে পারি সেই চেষ্টা করব। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।'
দলগত পারফরম্যান্স যেমনই হোক ব্যক্তিগত বরাবরই উজ্জ্বল মুশফিক। তবে এবার দলীয় সাফল্যটাও চান খুলনার অধিনায়ক, 'ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলগত লক্ষ্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত বছর রানার-আপ হয়েছি, দুইবার একশর কাছাকাছি গিয়েও শতক পাইনি। তবে ঐ দুই ম্যাচই জিতেছি। এটাই বেশি জরুরী। এবারও এমন চ্যালেঞ্জই থাকবে। চেষ্টা করব সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। একইসাথে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই যাতে দল ভালো ফলাফল পায়। ব্যক্তিগত লক্ষ্যের চেয়েও বেশি দলীয় লক্ষ্য বেশি অর্জন করতে পারি।'
বিপিএলে ৮১ ইনিংস ব্যাট করে ২২৭৪ রান করেছেন মুশফিক। যা এ আসরে সর্বোচ্চ। শীর্ষস্থান ধরে রাখাও লক্ষ্য তার, 'আলহামদুলিল্লাহ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ঐ জায়গাটা ধরে রাখতে পারি।'
আর এ লক্ষ্যে নেটে বেশ ঘাম ঝরাচ্ছেন অধিনায়ক, 'খেলার আগের দিন আমার একটা ব্যক্তিগত প্রস্তুতি থাকে। ওগুলো নিজে নিজে করেছি...। চেষ্টা করেছি এদিক-ওদিক থেকে যতটুকু করা যায়। যেকোনো টুর্নামেন্টের জন্যই আগে থেকে প্রস্তুতি রাখতে হয়। যদিও এটা পাওয়ার হিটের খেলা। তবে ভিত্তি আর বেসিক ঠিক থাকলে পাওয়ার হিট অটোমেটিক চলে আসে।'
Comments