জীবনের চেয়ে খেলা কখনো গুরুত্বপূর্ণ না: মোসাদ্দেক
গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাড়ে ৯ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু আরও ১২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। যে হারে বাড়ছে তাতে খুব শীগগিরই তা ভয়ানক রূপে দেখা দিতে পারে। দেশের এ অবস্থায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর প্রস্তুতি।
সব ঠিক থাকলে আগামী শুক্রবার (২১ জানুয়ারি) থেকেই মাঠে গড়াবে এবারের বিপিএল। তবে মূল বিষয় হচ্ছে আদৌ কি সব ঠিক থাকবে। এমন পরিস্থিতিতে বিপিএল আয়োজন নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। তবে জীবনের ঝুঁকি নেওয়ার চাইতে খেলাকে গুরুত্বপূর্ণ মনে করেন না সিলেট সানরাইজার্সের অন্যতম সেরা ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত।
তবে পরিস্থিতি যেমনই হোক বিসিবি তা সামাল দিতে পারবেন বলেই বিশ্বাস করেন এ ব্যাটার, 'আমি একটা জিনিস বলতে পারি জীবনের চেয়ে খেলা কখনো গুরুত্বপূর্ণ না। জীবন থাকলে আপনি অবশ্যই খেলতে পারবেন। এ বিষয়গুলো ম্যানেজমেন্ট খুব ভালোভাবে দেখছে আমি মনে করি। বিসিবি খুব ভালভাবে টেক কেয়ার করবে ইনশাআল্লাহ।'
পাশাপাশি নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী মোসাদ্দেক। দলে তারকা ক্রিকেটার না থাকলেও ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি, 'আমাদের দলে হয়তো সুপার স্টার নাই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই নিজের দিনে যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।'
সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক। সামনে থেকে নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করেছেন মধ্যাঞ্চলকে। সে ধারা ধরে রাখতে চান বিপিএলেও। মোসাদ্দেকের ভাষায়, 'একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে ডেলিভার করাটা একটু কঠিন। আমরা অনুশীলন সেভাবেই করছি। কারণ যেহেতু আমরা শেষ টুর্নামেন্টটা ওয়ানডে ফরম্যাটে সাদা বলে খেলেছি, আমার মনে হয়না খুব বেশি সময় লাগবে মানিয়ে নিতে।'
শুক্রবার থেকে বিপিএল মাঠে গড়ালেও সিলেট সানরাইজার্সের আসর শুরু হচ্ছে পরদিন শনিবার। সেদিন তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Comments