জাতীয় দলের স্বার্থে মুজিবকে নেটে বেশি বেশি খেলতে চান সোহান

Nurul Hasan Sohan
নুরুল হাসান সোহান। ছবি: বিসিবি

বিপিএল শেষ হওয়ার পর দিনই বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে আফগানিস্তান দল। তবে তাদের কয়েকজন খেলোয়াড় বাংলাদেশে এসে গেছেন বেশ আগেভাগেই, খেলছেন বিপিএলের বিভিন্ন দলে। তাদের মধ্যে অন্যতম অফ স্পিনার মুজিব উর রহমান। ফরচুন বরিশালে তাকে সতীর্থ হিসেবে পাচ্ছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মুজিব সঙ্গে খেলার অভিজ্ঞতা জাতীয় দলের জন্য ভীষণ কাজের মনে করছেন তিনি।  

বুধবার বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মুজিব। চট্টগ্রাম পর্বের শুরু থেকেই তাকে পাচ্ছে বরিশাল। বিপিএলের বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে দেশে ফিরবেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের মূল চিন্তার কারণ হতে পারেন মুজিব। এই অফ স্পিনারকে এর আগেও ঠিকমতো খেলতে পারেননি টাইগার ব্যাটাররা। সোহান মনে করছেন এবার সিরিজের আগে বিপিএল মুজিবকে পাওয়ায় একদিক থেকে লাভ হচ্ছে।

জাতীয় দলের অন্য ব্যাটসম্যানরা মুজিবকে প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করার সুযোগ পেলেও সোহানের তা হচ্ছে না। তবে তিনি জানালেন, নেটে মুজিবের বিপক্ষে যত বেশি সম্ভব নিজেকে ঝালাই করে নিতে চান তিনি,  'অবশ্যই চাইব নেটে বেশি বেশি যাতে খেলা যায় ওকে। তাহলে হয়ত আমাদের ব্যাটসম্যান যারা আছেন তাদের জন্য সহজ হবে।'

আফগানিস্তান সিরিজে আগে বিপিএলের মতো প্রচণ্ড চাপের একটি আসর হওয়ায় তা থেকেও লাভ দেখছেন সোহান,  'বিপিএল হলে দেখবেন বাইরের অনেক খেলোয়াড় আসে খেলতে। আমার মনে হয় আন্তর্জাতিক মানের ইন্টেনসিটিটা থাকে। যেহেতু এই বছর জাতীয় দলের অনেক বেশি খেলা আছে সাদা বল বলেন বা লাল বলেন। এটার পরেই যেহেতু ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। বিপিএল থেকে যদি আত্মবিশ্বাস বাড়ানো যায় সেটা ভাল।'

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় বিপিএলে বরিশালের প্রথম ম্যাচে খেলতে পারেননি সোহান। তবে সেরে উঠে পরের দুই ম্যাচে ছিলেন তিনি। কিন্তু তার ব্যাট খুব একটা হাসেনি। মিনিস্টার ঢাকার বিপক্ষে আউট হন ৫ বলে ১ রান করে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচে করেন ১৪ বলে ১৭ রান।

নিজের ব্যর্থতার সঙ্গে ওই দুই ম্যাচও হারে তার দল। সোহান জানালেন যেকোনোভাবে হোক দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন তিনি,  'আমি যে দলেই খেলি সব সময় চেষ্টা করি দলে অবদান রাখা। একশো বা পঞ্চাশ আমার কাছে গুরুত্বপূর্ণ না। ১০ রান, ২০ রান বা পেছন থেকে কিপিং করে কিছু রান বাঁচিয়ে দলে যতটুকু অবদান রাখা যায় ওইটাই চেষ্টা করি। যেহেতু গত দুই ম্যাচ হেরেছি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। জয়ের ধারায় কীভাবে ফেরা যায় সেটা নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি।'

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

1h ago