ছুটি কাটিয়ে কুমিল্লা স্কোয়াডে যোগ দিলেন লিটন

Liton Das
লিটন দাস

নিউজিল্যান্ড সফর থেকে ফিরে অন্যরা বিপিএলে নিজে নিজ দলে যোগ দিলেও লিটন দাস নিয়েছিলেন বাড়তি কদিনের ছুটি। ছুটিতে থাকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলা হয়নি তার। ছুটি কাটিয়ে চট্টগ্রাম পর্বেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন তারকা এই ব্যাটসম্যান।

বুধবার কোভিড-১৯ পরীক্ষা করিয়ে দলের সঙ্গে যুক্ত হন লিটন। দুপুর তিনটায় ইউএস বাংলার ফ্লাইটে দলের সঙ্গেই চট্টগ্রাম গেছেন তিনি। চট্টগ্রাম পর্বে কুমিল্লার পরের ম্যাচ ৩১ জানুয়ারি। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ওই দিন দুপুর সাড়ে ১২টায় নামবে কুমিল্লা।  ১ ফেব্রুয়ারি একই সময়ে তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ মিনিস্টার ঢাকা।

Liton Das

প্রথম দুই ম্যাচে লিটন না খেললেও দল ছিল জয়ের ধারায়। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করে কুমিল্লা। লো স্কোরিং ম্যাচে জয় আসে অনেক কষ্টে।  ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে অনায়াসেই জিতে টেবিলের শীর্ষে আছে ফেভারিট কুমিল্লা।

এবার বিপিএলের ড্রাফটে প্রথম সুযোগেই সবার আগে লিটনকে দলে নেয় কুমিল্লা। এর আগেও কুমিল্লার হয়ে বিপিএল খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ সময় কাটলেও সাম্প্রতিক সময়ে লিটন আছেন দারুণ ছন্দে। টেস্টে তার ব্যাটে আছে অবিশ্বাস্য ধারাবাহিকতা। গত দুই বছরে দলের সর্বোচ্চ রান লিটনের ব্যাটেই।

নিউজিল্যান্ড সফরে দুই টেস্টেই লিটন করেন রান। মাউন্ট মাঙ্গানুই টেস্টে দলের জয়ের ম্যাচে ৮৬ রান আসে তার ব্যাটে। পরের টেস্টে দল হারলেও চোখ ধাঁধানো এক সেঞ্চুরি করেন লিটন।  ফরম্যাট আলাদা হলেও টেস্টের ছন্দ লিটন টি-টোয়েন্টিতে নিয়ে আসতে পারবেন বলে তার দল আশাবাদি।

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago