স্ট্রেচারে মাঠ ছাড়লেন ফ্লেচার, কানকাশন সাব রাজা

ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া বিশাল লক্ষ্যে দারুণ ব্যাটিং করছিলেন খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে রেজাউর রহমান রাজার একটি বাউন্সার খেলতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এ ক্যারিবিয়ান তারকাকে। তার কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন সিকান্দার রাজা।

পাওয়ার প্লের খেলা সবে শেষ হয়েছে তখন। সপ্তম ওভারটি করতে আসেন তরুণ পেসার রাজা। বর্তমান সময়ে উঠতি তরুণদের মধ্যে অন্যতম গতিময় পেসার তিনি। যদিও প্রথমবারের মতো বিপিএলের মতো বড় মঞ্চে খেলছেন এ তরুণ।

প্রথম বলটা বাউন্সার করেন রাজা। পুল করতে গিয়েছিলেন ফ্লেচার। কিন্তু মিস করলে হেলমেটের খানিক নিচে গলার অংশে লাগে তার। সঙ্গে সঙ্গেই চোয়ালে হাত দিয়ে ধরেন তিনি। এক পর্যায়ে নিচু হয়ে মাটিতে পড়ে যান এ ব্যাটার।

পরে স্ট্রেচারে করে ড্রেসিং রুমে নেওয়া হয় ফ্লেচারকে। এ সময়ে ১৬ রানে ব্যাট করছিলেন তিনি। একটি করে চার ও ছক্কায় ১২ বলে এ রান করেন এ ব্যাটার। দলটির সংগ্রহ তখন ২ উইকেটে ৪৫ রান।

প্রাথমিকভাবে দেখে গুরুতরই মনে হয়েছে ফ্লেচারের চোট। ডেইলি স্টারকে খুলনা টাইটান্সের ম্যানেজার নাফীস ইকবাল বলেছেন, 'ফ্লেচার ভালো আছে। যেহেতু ঘাড়ে লেগেছে তাই ঝুঁকি না নিয়ে ওকে নেওয়া হচ্ছে চেকআপ করাতে। এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনিতে সেন্স বলেন সব কিছু ঠিক ঠাক আছে। ডাক্তারের পরামর্শে একটা এমআরএই বা কিছু একটা পরীক্ষা সেখানে হবে।'

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে চট্টগ্রাম।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

9h ago