চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে ফরচুন বরিশাল
ঢাকায় প্রথম পর্বের পর বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হয়েছে। দেখা গেছে অনেক উত্থান-পতন। পয়েন্টের নিচের দিক থেকে উপরে উঠে এসেছে ফরচুন বরিশাল ও মিনিস্টার ঢাকা। পথ হারিয়েছে শুরুতে ভালো খেলতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
---|---|---|---|---|
ফরচুন বরিশাল | ৬ | ৪ | ২ | ৮ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৪ | ৩ | ১ | ৬ |
মিনিস্টার ঢাকা | ৬ | ৩ | ৩ | ৬ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৭ | ৩ | ৪ | ৬ |
খুলনা টাইগার্স | ৫ | ২ | ৩ | ৪ |
সিলেট সানরাইজার্স | ৪ | ১ | ৩ | ২ |
৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বরিশাল। এরপর সমান ৬ পয়েন্ট তিন দলের। তবে সবচেয়ে কম ৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স রানরেটে এগিয়ে থাকায় আছে দুইয়ে।
মিনিস্টার ঢাকা প্রথম ৪ ম্যাচের তিনটিতেই হেরেছিল। অভিজ্ঞদের দল চট্টগ্রামে গিয়ে পেয়েছে সাফল্য। জিতেছে দুই ম্যাচেই। ৬ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্টও ৬। মাহমুদউল্লাহ দল আছে তিনে।
শুরুতে উড়তে থাকা চট্টগ্রাম পথ হারিয়েছে। বিতর্কের মধ্যে পড়া দলটি সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলে ফেলেছে। ৩ জয়ে তারা আছে চার নম্বরে।
চট্টগ্রাম পর্বের আলোর দেখা পায়নি খুলনা। ৫ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে কেবল ২ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট সানরাইজার্স।
বৃহস্পতিবার থেকে ঢাকায় দ্বিতীয় ধাপে খেলা হবে দুদিন। বৃহস্পতিবার প্রথম ম্যাচে খুলনা লড়বে সিলেটের বিপক্ষে। সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি হবে কুমিল্লা।
Comments