ঢাকায় পৌঁছে কুমিল্লায় যোগ দিলেন মঈন
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে মঈন আলীকে সরাসরি দলভুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় এতদিন ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে অপেক্ষা ফুরিয়েছে কুমিল্লার। বিপিএলে অংশ নিতে ঢাকায় পৌঁছে টিম হোটেলে উঠেছেন মঈন।
বুধবার কুমিল্লা টিম ম্যানেজমেন্ট মঈনের বাংলাদেশে পা রাখার বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি। এর আগে ২০১৩ সালের আসরে খেলেছিলেন তিনি। সেবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন দুরন্ত রাজশাহীর।
ক্যারিবিয়ানদের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হার মানে ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক ওয়েন মরগ্যান চোটে পড়ায় শেষ তিনটি ম্যাচে নেতৃত্ব দেন মঈন। দলকে সিরিজ জেতাতে ব্যর্থ হলেও চতুর্থ টি-টোয়েন্টিতে অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাট হাতে ২৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন।
পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লাতে যোগ দিয়েছেন মঈন। দলটিতে আগে থেকে আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, একই দেশের ক্যামেরন ডেলপোর্ট, আফগানিস্তানের করিম জানাত ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।
বিপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা। চার ম্যাচে তিন জয়ে তাদের অর্জন ৬ পয়েন্ট। আগের দিন মঙ্গলবার তাদের অপরাজেয় যাত্রার অবসান ঘটিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিপক্ষের ৬ উইকেটে ১৮১ রানের জবাবে কুমিল্লা গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।
Comments