এবারও কুমিল্লার অধিনায়ক ইমরুল
কোচ মোহাম্মদ সালাউদ্দিন আগেই জানিয়েছিলেন দেশি একজনকে এবারও অধিনায়ক হিসেবে বেছে নেবেন তারা। বিদেশী বড় তারকা থাকলেও সে পথেই এগিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসকে চলতি আসরের জন্য অধিনায়ক করেছে দলটি।
২০১৯ সালে কুমিল্লার সর্বশেষ খেলা বিপিএলেও অধিনায়ক ছিলেন ইমরুল। ইমরুলের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেবার তামিম ইকবাল দলে থাকার পরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এবার দেশি-বিদেশি নিয়ে বেশ শক্তিশালী দল বানিয়েছে কুমিল্লা। ড্রাফটের বাইরে থেকে তারা দলে নেয় মোস্তাফিজুর রহমানকে। ড্রাফট থেকে প্রথম সুযোগেই তারা নিয়ে নেয় লিটন দাসকে।
আরও পড়ুন- তারকা বিদেশি, সময়ের সেরা দেশিতে ভারসাম্যপূর্ণ কুমিল্লা
ড্রাফটের বাইরে থেকে বিদেশি কোটায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি কুমিল্লার বড় নাম। তাদের দলে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারাইনও। দলটিতে খেলতে আসার কথা আছে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির।
বিপিএলে কুমিল্লার প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে নামবে তারা।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:
সরাসরি: মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ফাফ দু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।
ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।
Comments