ইমরুলের পারফরম্যান্স 'আপ টু দ্য মার্ক' না: রাজ্জাক
অল্প কিছুদিন পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিপিএল চলমান থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য থাকবে এই আসরে পারফর্ম করে নিজেদের জায়গা ধরে রাখার দাবি মজবুত করা, বাইরে থাকাদের লক্ষ্য থাকবে জোরালো পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ঢোকার দাবি রাখা। তবে আফগান সিরিজের জন্য দল ঘোষণার আগে আব্দুর রাজ্জাক যা বললেন, তা নিঃসন্দেহে হতাশ করবে ইমরুল কায়েসকে। বিসিবির এই নির্বাচকের দৃষ্টিতে, ইমরুলের সাম্প্রতিক পারফরম্যান্স জাতীয় দলের নির্ধারিত মানদণ্ডের চেয়ে নিচে।
এবারের বিপিএলে পাঁচ ম্যাচে ৩৩.৭৫ গড়ে ইমরুলের রান ১৩৫। তার স্ট্রাইক রেট ১৩১.০৬। আসরের প্রথম চার ম্যাচে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে অবশ্য রানে ফেরার আভাস দেন তিনি। অপরাজিত থেকে এই বাঁহাতি খেলেন ৬২ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস।
সবশেষ ঘরোয়া চার দিনের দুটি আসর জাতীয় লিগ ও বিসিএলে হতাশ করেন ইমরুল। জাতীয় লিগে নয় ইনিংসে ২১.৮৮ গড়ে ১৯৭ ও বিসিএলে ছয় ইনিংসে ২৫ গড়ে ১৫০ রান আসে তার ব্যাট থেকে। এরপর বিসিএলের ওয়ানডে সংস্করণের আসরে (স্বাধীনতা কাপ) অবশ্য ছন্দে ছিলেন ইমরুল। তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ইনিংসে ৫৫ গড়ে ও ৭৩ স্ট্রাইক রেটে ১৬৫ রান করেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।
পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আফগান সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বলে রোববার গণমাধ্যমকে জানান রাজ্জাক, 'পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। আমি মনে করি, যারা পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না। যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) চলছে, ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে, অবশ্যই (জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স) দেখার বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা যেমন আমাদের সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। (কেউ যদি) পারফর্ম করে বা ওইরকম লক্ষণীয় কিছু হয়, তাহলে অবশ্যই সুযোগ থাকবে।'
বিপিএলে সবশেষ ম্যাচে ভালো খেললেও ইমরুলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যাপ্ত মনে হচ্ছে না সাবেক ক্রিকেটার রাজ্জাকের কাছে, 'ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। পারফরম্যান্স করছে, এটা বললে ঠিক হবে না। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ও "আপ টু দ্য মার্ক" না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়-খারাপ সময় থাকবেই। আপনি (প্রশ্নকর্তা) যেহেতু বললেন পারফরম্যান্স করছে, তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।'
২০১৯ সালের শেষদিকে ভারত সফরের টেস্ট সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ইমরুলকে। টাইগারদের হয়ে তিনি সাদা বলের দুই সংস্করণের ক্রিকেটে খেলেছিলেন আরও আগে। তার শেষ ওয়ানডে ছিল ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং শেষ টি-টোয়েন্টি ছিল ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
Comments