আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় সোহানের শাস্তি

Nurul Hasan Sohan
ছবি: স্টার

আবেদন করার পর আম্পায়ারের সিদ্ধান্ত পেতে দেরি হওয়ায় বাজেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ফরচুন বরিশালের কিপার নুরুল হাসান সোহান। আচরণবিধি ভঙ্গ হওয়ায় শাস্তিও পেয়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, লেভেল এক ভঙ্গ হওয়ায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সোহানকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার খাতায়। এই টুর্নামেন্টের চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে এই কিপার-ব্যাটসম্যানকে।

মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৪তম ওভারের ঘটনা। সাকিব আল হাসানের বলে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। পরাস্ত হলে বল যায় কিপার সোহানের দিকে। তার পায়ে লেগে ফিরে ভেঙ্গে যায় স্টাম্প। ততক্ষণে ক্রিজে ফেরা হয়নি বোপারার। বরিশালের স্টাম্পিংয়ের আবেদনে সাড়া দিতে কিছুটা দেরি হয় লেগ আম্পায়ারের। সময় নিয়ে তিনি যান টিভি আম্পায়ারের কাছে। এরমধ্যেই সোহান তার দিকে ধমকের ভঙ্গি করে হাত নেড়ে চিৎকার করে উঠেন। পরে টিভি রিপ্লেতে আসে আউটের সিদ্ধান্তই।

এই ঘটনার পর ম্যাচ শেষে মাঠের আম্পায়ার তানভির আহমেদ, মহিদুজ্জামান স্বপন, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন মিলে তার বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি রকিবুল হাসানের কাছে আনুষ্ঠানিক শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন সোহান।

দল জিতলেও বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না সোহানের। ৭ ম্যাচে ৬.৮৩ গড় আর ৮৭.২৩ স্ট্রাইকরেটে করতে পেরেছেন কেবল ৪৪ রান।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago