আচমকা বৃষ্টির পর খেলা ফের শুরু, কমল ওভার
শীতকালে মুষলধারে বৃষ্টি! চলতি বছর বাংলাদেশে এমন বিরল দৃশ্যের দেখা মিলেছে কয়েক দফা। এবার জোরালো বৃষ্টি আচমকা হানা দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে। তাতে ব্যাট-বলের লড়াই থেমে থাকল এক ঘণ্টা চার মিনিট। বৃষ্টি থামার পর মাঠকে উপযোগী করে আবার শুরু হলো খেলা।
বৃহস্পতিবার বিপিএলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের দিকে ছুটছে নাঈম ইসলামের দল।
চট্টগ্রামের ইনিংসের ১৩তম ওভার চলাকালীন হঠাৎ করেই নামে জোরালো বৃষ্টি। তাতে বন্ধ হয়ে যায় খেলা। সন্ধ্যা ছয়টা ২৬ মিনিটে থামার পর ফের খেলা শুরু হয়েছে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে। সময় নষ্ট হওয়ায় কমে গেছে ম্যাচের দৈর্ঘ্য। খেলা নেমে এসেছে ১৮ ওভারে।
ক্রিকেটার-আম্পায়াররা মাঠ ছাড়ার আগে চট্টগ্রাম ১২.৫ ওভারে তোলে ২ উইকেটে ১০৭ রান। ছন্দে থাকা ওপেনার উইল জ্যাকস ৩৩ বলে ৫১ ও শামীম পাটোয়ারি ২০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন তখন। প্রথম ওভারেই চ্যাডউইক ওয়ালটন ক্যাচ দিয়ে ফেরার পর আফিফ হোসেন থিতু হয়ে বোল্ড হন ২১ বলে ২৭ রানে।
অফ স্পিনার নাহিদুল ইসলামের কল্যাণে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগে উইকেট তুলে নিলেও চাপ ধরে রাখতে পারেনি তারকাখচিত কুমিল্লা। দ্বিতীয় উইকেটে জ্যাকস ও আফিফ রান আনেন অনায়াসে। বাড়তি কোনো ঝুঁকি নেননি তারা। দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৪০ বলে ৬২ রান। নিজের প্রথম ওভারে ১৩ রান দেওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম আক্রমণে ফিরে তাদেরকে বিচ্ছিন্ন করেন। তবে শামীমকে নিয়ে আরেকটি জুটি জমিয়ে ফেলেছেন জ্যাকস।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৫ রান তোলা চট্টগ্রামের সংগ্রহ শতরান পেরোয় দ্বাদশ ওভারে। জ্যাকস এর আগেই স্পর্শ করেন ফিফটি, ৩১ বলে। আসরে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি।
ইমরুল কায়সের নেতৃত্বাধীন কুমিল্লার হয়ে প্রথমবারের মতো এবারের বিপিএলে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও ইংল্যান্ডের মঈন আলী। তবে এই দুই তারকা এখনও ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি। একমাত্র ওভারে মোস্তাফিজুর রহমানও করেছেন খরুচে বোলিং। তাকে টানা চার-ছক্কা মেরেছেন জ্যাকস। ওই ওভারে এসেছে মোট ১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর: (বৃষ্টিতে খেলা থামার সময়)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১২.৫ ওভারে ১০৭/২ (ওয়ালটন ০, জ্যাকস ৫১*, আফিফ ২৭, শামীম ২০*; নাহিদুল ১/২১, তানভীর ১/২১, নারিন ০/১৬, মোস্তাফিজুর ০/১৪, মঈন ০/২৭, সুমন ০/৬)।
Comments