সাকিব-ইবাদতের চাপ সামলে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা
ইবাদত হোসেনের অসাধারণ ডেলিভারিতে দিনের শুরুটা হলো দারুণ। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ছাঁটাই করা গেল কোনো ক্ষতি ছাড়াই। এরপর দুর্দান্ত সাকিব আল হাসান। মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানোর লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে থামলেন তার কারুকার্যে। তাতে স্বস্তি খুঁজে পায় টাইগাররা। তবে পঞ্চম উইকেট জুটিতে ফের লড়াই করছে শ্রীলঙ্কা।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩০ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়েছেন তারা।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৪.১ ওভার। এর পর হঠার বৃষ্টি নামলে লাঞ্চ বিরতি দেওয়া হয় পাঁচ বল আগেই। এ সময়ে ৬৭ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। হারিয়েছে দুটি উইকেট।
আগের দিনের দুই উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে এদিন শুরু থেকেই চাপে রাখে টাইগাররা। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন ইবাদত। বাজে বল দিয়েছেন খুব কমই। আর সাকিব আল হাসান বজায় রাখেন চিরায়ত ধারা। তাতে রানের জন্য কিছুটা হলেও হাঁসফাঁস করতে থাকে লঙ্কানরা।
দিনের দ্বিতীয় বলেই রাজিথাকে বোল্ড করে দেন ইবাদত। তার লেংথ খেলতে গিয়ে লাইন মিস করে সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান হিসেবে নামা এ ক্রিকেটার। কোনো রান করতে পারেননি রাজিথা। তাতে টাইগারদের শুরুটা হয় দারুণ।
এরপর আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ম্যাথিউজকে নিয়ে এগিয়ে যেতে থাকেন করুনারাত্নে। স্কোরবোর্ডে ২০ রান যোগও করেছিলেন তারা। কিন্তু সাকিবের জাদুকরী এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান অধিনায়ক। তাকে ড্রাইভ করতে প্রলুব্ধ করেছিলেন সাকিব। ফাঁদে পান দেন তিনি। বাঁকের মুখে লাইন মিস করলে ব্যাট-প্যাডে থাকা ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে।
করুনারাত্নের ব্যাট থেকে আসে ৮০ রান। ১৫৫ বল মোকাবেলা করেন তিনি। এ রান করতে ৯টি বাউন্ডারি মারেন অধিনায়ক।
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কার হাল ধনাঞ্জয়াকে নিয়ে ধরেন ম্যাথিউজ। সতর্কতার সঙ্গে ব্যাট করছেন এ দুই ব্যাটার। তাতে বড় হচ্ছে জুটি। বাড়ছে টাইগারদের অস্বস্তি। ম্যাথিউজ কিছুটা দেখে খেললেও অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালাচ্ছেন ধনাঞ্জয়া।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে অলআউট হয় বাংলাদেশ।
Comments