মাহমুদউল্লাহর কীর্তি ভেঙে ফিরলেন লিটন, টিকলেন না মোসাদ্দেক

ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে ভুগিয়েছিলেন কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। সেই ধারা শ্রীলঙ্কার দুই পেসার বজায় রাখলেন দ্বিতীয় দিনের সকালেও। বিশেষ করে, সিরিজজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো রাজিথা কয়েক দফা বিপাকে ফেললেন মুশফিকুর রহিম ও লিটন দাসকে।

রাজিথার বিপক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না লিটন। সাজঘরে ফেরার আগে অবশ্য টেস্ট সাত নম্বরে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের কীর্তি গড়লেন তিনি। তবে ৩২ মাস পর সাদা পোশাকে নামা মোসাদ্দেক হোসেন সৈকতও দ্রুত বিদায় নিলে বিপাকে পড়ল টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ঘণ্টায় ২ উইকেট হারাল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৮ রান। অভিজ্ঞ মুশফিক ক্রিজে থাকলেও প্রথম ইনিংসে স্বাগতিকদের বড় সংগ্রহের আশায় বড় ধাক্কা লেগেছে। সাবধানী ব্যাটিংয়ে মুশফিকের রান ১৪১। তার সঙ্গী তাইজুল ইসলাম ৪ রানে খেলছেন।

ছবি: ফিরোজ আহমেদ

উইকেট থেকে সুইং আদায় করে নিচ্ছেন রাজিথা। তার পাশাপাশি দেখা মিলছে অসমান বাউন্সের। দেখেশুনে সেসব চ্যালেঞ্জ মোকাবিলার পর দিনের অষ্টম ওভারে বিপদ নেমে আসে বাংলাদেশের। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ব্যাট ছুঁইয়ে দ্বিতীয় স্লিপে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। বুকে ব্যথা নিয়ে প্রথম দিন মধ্যাহ্ন বিরতির আগে বেরিয়ে যাওয়া এই লঙ্কান ক্রিকেটার সকালেই মাঠে ফেরেন।

২৪৬ বলে লিটনের রান ১৪১। তার ব্যাট থেকে আসে ১৬ চার ও ১ ছক্কা। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর রেকর্ড নিজের করে নেন তিনি। টেস্টে সাত নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। ২০১৮ সালের নভেম্বরে মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।

শুরুর মহাবিপর্যয়ের পর মুশফিককে সঙ্গে নিয়ে গড়া লিটনের অসাধারণ জুটি থামে ২৭২ রানে। টেস্টে বাংলাদেশের পক্ষে এটি যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ। ৩৫৯ রানের জুটি নিয়ে তালিকার সবার উপরে থাকা জুটিতেও রয়েছে মুশফিকের নাম। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই জুটিতে তার সঙ্গী ছিলেন সাকিব আল হাসান।

নাঈম হাসান চোট পাওয়ায় একাদশে সুযোগ মিলেছে মোসাদ্দেকের। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্টে নেমেছেন তিনি। তবে প্রত্যাবর্তনের উপলক্ষকে স্মরণীয় করতে ব্যর্থ এই অলরাউন্ডার। ৩ বল খেলে আউট হন শূন্য রানে। রাজিথার অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার তালুবন্দি হন মোসাদ্দেক।

আগের দিন ৩ উইকেট নেওয়া রাজিথা পূরণ করেছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটাই তার ৫ উইকেট নেওয়ার প্রথম নজির।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

11h ago