আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মুনিম, ফিরলেন লিটন-মুশফিক
বিপিএলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। সর্বশেষ পাকিস্তান সিরিজে বাদ পড়লেও অনুমিতভাবেই ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।
পাকিস্তানের বিপক্ষে গত নভেম্বরে সর্বশেষ সিরিজের দল থেকে বদল অবশ্য বেশ কয়েকটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর উলট-পালটের স্রোতে ঠাঁই হওয়াদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও আকবর আলি বাদ পড়েছেন এক সিরিজ পরই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দলে থাকা কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারিও এবার বাদ পড়েছেন। সোহান গত বেশ কিছু দিন ধরেই রানে নেই। সম্প্রতি বিপিএলেও ছিলেন ব্যর্থ। একই অবস্থা শামীমের। বিপিএলে এক ফিফটি করলেও বাকি ম্যাচগুলোতে প্রত্যাশা মেটাতে পারেননি।
বিপিএলে চরম ব্যর্থ ওপেনার নাঈম শেখ টিকে গেছেন এবারও। বিপিএলে এবার তিনি ৭ ম্যাচে মাত্র ৮.৩৩ গড়ে করেন কেবল ৫০ রান, তার স্ট্রাইকরেটও ছিল আশির নিচে। পাকিস্তান সিরিজে নেতিবাচক ব্যাটিং করে সমালোচিত হয়েছিলেন এই ওপেনার। তবু তাকে দল থেকে বাদ দেননি নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিলেন না সাকিব আল হাসান। তারও ফেরা হয়েছে এই সিরিজে।
১৪ জনের দলে সবচেয়ে নতুন মুখ মুনিম। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি দিয়ে আলোয় আসেন এই ওপেনার। আবাহনী লিমিটেডের হয়ে ১৪ ম্যাচে ১৪৬.১৪ স্ট্রাইকরেটে করেন ৩৫৫ রান। এবার বিপিএলের ড্রাফটে শুরুতে দল পাননি। পরে ফরচুন বরিশালের হয়ে খেলে ৬ ম্যাচে ১৫২.১৩ স্ট্রাইকরেট আর ২৯.৬৬ গড়ে করেছেন ১৭৮ রান ডানহাতি এই ব্যাটসম্যানের ভয়ডরহীন মানসিকতা ছিল নজর কাড়ার মতো।
৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল আসান মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ।
Comments