বিরল কারণে আধঘণ্টা বিলম্বে শুরু হলো ডারবান টেস্ট

sightscreen
ক্রিকেট মাঠের সাইটস্ক্রিন। [প্রতীকী ছবি]

রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় টস হওয়ার পর দু'দলের জাতীয় সঙ্গীতও হয়ে গেল। একদম প্রস্তুত হয়ে যখন ক্রিকেটাররা মাঠে, কিন্তু আম্পায়াররা ম্যাচ শুরু করার আর বার্তা পেলেন না। ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডের সাইট-স্ক্রিনই যে বিকল! টেস্টে ম্যাচে এমন কারণে বিলম্বের ঘটনা বেশ বিরল।

বেশ কয়েকমিনিট অপেক্ষার পর পর মাঠের বাইরে যান ক্রিকেটাররা। পাক্কা ৩৩ মিনিট পরে অবশেষে শুরু হয় ম্যাচ।  এরমধ্যে সাইট-স্ক্রিনের একটি বিকল্প সমাধান বের করা হয়। খেলা আধঘণ্টা পর শুরু হওয়ায় বদলে গেছে সেশনের হিসেব। এখন বাংলাদেশ সময় বিকেল চারটার (স্থানীয় সময় দুপুর ১২টা) বদলে লাঞ্চ বিরতি হবে সাড়ে চারটায়। (স্থানীয় সময় সাড়ে বারোটা)।

মূলত ডিজিটাল সাদা সাইট-স্ক্রিনে কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়ে যাওয়ায় খেলা শুরু করা যাচ্ছিল না। পরে সাদা কাপড় এনে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়। কিংসমিডের এই ভেন্যুতে খুব ঘন ঘন টেস্ট হয় এমন না। সর্বশেষ এই মাঠে খেলা হয়েছিল তিন বছর আগে। এতটা লম্বা সময়ের পরও একটি মাঠের আয়োজনের প্রস্তুতিতে কেন এমন ঘাটতি থাকবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

বৃহস্পতিবার ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তে অসুস্থ হওয়ায় এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালকে। চোটের কারণে নেই শরিফুল ইসলামও।

 

 

 

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

10h ago