যে কারণে একাদশে নেই তামিম ও শরিফুল

Tamim Iqbal & Shoriful Islam

আগের দিন পর্যন্ত কোন আভাস ছিল না। অধিনায়ক মুমিনুল হক জানিয়েছিলেন মাহমুদুল হাসান জয়কে নিয়ে ওপেন করবেন তামিম ইকবালই। কিন্তু টসের সময় তাকে দিতে হলো খারাপ খবর। শেষ মুহূর্তে তামিমকে রাখতে হয়েছে একাদশের বাইরে। নিয়মিত আরেক মুখ শরিফুল ইসলামকেও পাচ্ছে না বাংলাদেশ।

দলের ফিজিও বায়েজিদুল ইসলাম অবশ্য এই দুজনের না থাকার কারণ ব্যাখ্যা করেছেন।

ভিডিও বার্তায় তিনি জানান, সকালে ঘুম থেকে উঠার পরই অসুস্থ অনুভব করতে থাকেন তামিম, সেজন্য তাকে টিম হোটেলে রেখে মাঠে এসেছে বাংলাদেশ দল,  'আজ সকালে ঘুম থেকে উঠার পর প্রচণ্ড পেটে ব্যথায় ভুগছে। এজন্য আমরা এরমধ্যে ওকে মেডিকেশন দিয়েছি। আমাদের যে চিকিৎসক আছেন তার পরামর্শে ঔষধ দেওয়া হয়েছে। তামিমকে এজন্য আমরা স্টেডিয়ামে নিয়ে আসিনি। অনেক পেটের পীড়া, টয়লেটও হচ্ছে। ঔষধ দেওয়া হয়েছে। আশা করা যায় ঠিক হয়ে যাবে।'

এই টেস্টেও না থাকায় টেস্টে তামিমের অনুপস্থিতি আরও লম্বা হচ্ছে। চোট ও ব্যক্তিগত ছুটি মিলিয়ে গত তিনটি টেস্ট সিরিজেই খেলেননি তিনি। গত বছরের মে মাসে শ্রীলঙ্কায় বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

শরিফুলের সমস্যা ঠিক না খেলার মতো না। কিন্তু বাড়তি ঝুঁকি নিয়ে এই তরুণ পেসারকে খেলানো উপযুক্ত মনে করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট,  'শরিফুল আমাদের গত কয়েক মাস আগে যে টেস্ট হয়েছে সেটাতেও খেলেছে। ও তিনটা ফরম্যাটেই খেলছে। ওর ছোট ছোট কিছু নিগলস আছে। সেইসঙ্গে অনুশীলনের পর পর সে দুর্বল অনুভব করছে। ওকে নিয়ে তাই আমরা কোন ঝুঁকি নিচ্ছি না।' 

বৃহস্পতিবার ডারবানের কিংসমিডে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার ও একমাত্র বিশেষজ্ঞ স্পিনার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমদ ও ইবাদত হোসেন।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

2h ago