সামনে কী আছে ভাবেন না আফিফ
আফিফ হোসেনের ব্যাট যতটা সড়গড়, মুখ যেন ততই ম্রিয়মাণ। দুই একটা বাক্য তো বটেই, পারলে দুই একটা শব্দে সারতে চান আলাপ। আবার কখনো মুখ বন্ধ করে মাথা ঝাঁকিয়েই খালাস। জিম্বাবুয়েতে গিয়ে প্রথম দিনের অনুশীলনেও আফিফ কেবল ছোট কথায় জানালেন নিজের ভাবনার কথা।
হারারে পৌঁছে বৃহস্পতিবারই ছিল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন। দেশের তীব্র গরম থেকে গিয়ে ক্রিকেটাররা পড়েছেন শীতল হাওয়ায়।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় আছে, কন্ডিশন বুঝে নেওয়ারও ব্যাপার আছে। তবে সব থেকে বড় যা টি-টোয়েন্টির সুরের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বকাপের দিকে তাকানো।
বিসিবির পাঠানো ভিডিওতে এই বাঁহাতি ব্যাটার জানালেন, বর্তমানের বাইরে কোন দিকে তাকানোর তার ইচ্ছা নেই, 'আমি কখনই এত বড় করে ভাবি না যে সামনে কি আছে, আমি কেবল বর্তমানে ভালো করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি।'
সিনিয়র ক্রিকেটারদের কাউকেই এই সিরিজে রাখেনি বাংলাদেশ। বলা হচ্ছে নতুন ব্র্যান্ডের একটা টি-টোয়েন্টি দলই গড়া হবে। কিন্তু কে আছেন, কে নেই এসব নিয়েও তার চিন্তা সামান্য। তার সব মনোযোগ যে অবস্থায় আছেন তা নিয়েই, 'আমি সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আমার ভূমিকাটা হচ্ছে সেরাটা দেওয়া। দিনশেষে যেন এটা বলতে পারি।'
হারারেতে সাধারণত পেস বান্ধব কন্ডিশন পাওয়া যায়। এবারও ব্যতিক্রম হওয়ার কথা না। সেখানে ব্যাটসম্যানদেরও প্রচুর রানের সুযোগ থাকবে।
আগামী শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
Comments