শেষ টি-টোয়েন্টির অধিনায়ক মোসাদ্দেক, আবার দলে মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়ে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় মোসাদ্দেক হোসেন সৈকতকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে বিসিবি। এই ম্যাচের জন্য স্কোয়াডে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকেও।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। এই ম্যাচে নুরুল হাসানের চোটে স্কোয়াডে নেওয়া হয়েছে বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে।

গত রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরে বাংলাদেশ। সেই ম্যাচেই হাসান মাহমুদের বলে কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান সোহান। পরে স্ক্যান করে দেখা যায় তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এজন্য তিন সপ্তাহের জন্য খেলার বাইরে থাকবেন তিনি। 

গত ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে দলেও তাকে রাখা হয়নি। এক সিরিজের জন্য অধিনায়ক করা সোহানকে। 

ওয়ানডে সিরিজ খেলতে পরে জিম্বাবুয়ে যান মাহমুদউল্লাহ। ওয়ানডে স্কোয়াডে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে নেওয়া হলো এক ম্যাচের জন্য। অথচ এই সিরিজের দল ঘোষণার সময় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করে বলেছিলেন, সিনিয়রদের বাইরে গিয়ে আলাদা একটি দল করার চিন্তায় জিম্বাবুয়ে সিরিজ খেলছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকেই ফেরানো হলো দলে। 

 

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

52m ago