ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেকের রেকর্ড

mosaddek hossain
মোসাদ্দেক হোসেন সৈকত। ফাইল ছবি

বাংলাদেশের জার্সিতে আগের ১৯ টি-টোয়েন্টিতে কেবল ৭ উইকেট নিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ডও গড়লেন তিনি।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে মোসাদ্দেকের তোপে ধুঁকছে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ৮ ওভারে ৫ উইকেটে ৪৬ রান। স্বাগতিকদের সবকটি উইকেট গেছে ২৬ বছর বয়সী মোসাদ্দেকের ঝুলিতে। এক প্রান্ত থেকে টানা ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচ হয়েছে তার। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন তিনি।

বাংলাদেশের মাত্র চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করলেন মোসাদ্দেক। তার আগে এই স্বাদ নিয়েছেন ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে একটি জায়গায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মোসাদ্দেক। এই সংস্করণে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম অফ স্পিনার তিনি।

টি-টোয়েন্টিতে টাইগারদের পক্ষে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার অর্জন করলেন মোসাদ্দেক। তার মতো ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। ২০১৮ সালে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তালিকার সবার উপরে থাকা বাঁহাতি স্পিনার সানি ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মাত্র ১৩ রানে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ের প্রথম বলেই উইকেট তুলে নেন মোসাদ্দেক। তার অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে পরাস্ত হন রেজিস চাকাভা। বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন তিনি।

আগের ম্যাচে বাংলাদেশকে ভোগানো ওয়েসলি মাধেভেরেকেও টিকতে দেননি মোসাদ্দেক। প্রথম ওভারের শেষ বলে বাজে শট খেলে পয়েন্টে শেখ মেহেদী হাসানের তালুবন্দি হন তিনি।

ইনিংসের তৃতীয় ওভারে চাপ আলগা করতে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন রিভার্স সুইপ করেন। কিন্তু বল চলে যায় স্লিপে দাঁড়ানো লিটন দাসের হাতে। পঞ্চম ওভারে শন উইলিয়ামস ফেরেন সাজঘরে। তাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে দেখে শর্ট লেংথে বল ফেলেন মোসাদ্দেক। উইলিয়ামস ঠিকমতো টাইমিং করতে না পারলে ফিরতি ক্যাচ যায় বোলারের তালুতে।

নিজের চতুর্থ ও শেষ ওভারে মিল্টন শুম্বাকে বিদায় করে ৫ উইকেট পূর্ণ করেন মোসাদ্দেক। এতে অবশ্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার হাসান মাহমুদ। শুম্বা সুইপ করার পর ব‍্যাকওয়ার্ড স্কয়ার লেগে কিছুটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক নিচু ক্যাচ নেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

2h ago