‘লিটনের অসাধারণ সিদ্ধান্তে’ ওপেনিংয়ে নামেন শান্ত
উইকেট মন্থর, টার্নিং ও নিচু বাউন্সের। তবে তাও ১০৯ রান ওয়ানডেতে খুব মামুলি লক্ষ্যই। রান তাড়ায় নামা বাংলাদেশের ওপেনিংয়ে শুরুতেই দেখা যায় চমক। তামিম ইকবালের সঙ্গে নিয়মিত ওপেনার লিটন দাস না নেমে নামলেন নাজমুল হোসেন শান্ত। জুতসই শুরুও আনলেন তারা। ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানালেন, সিদ্ধান্তটা এসেছে লিটনের কাছ থেকেই।
দুই বাঁহাতি তামিম-শান্তকে ওপেন করতে দেখা আঁচ করা যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেনের জন্যই হবে এমনটা। অর্থাৎ বাঁহাতি স্পিনারের বিপক্ষে শুরুতেই একজন ডানহাতি ব্যাটার ঠেলে দিয়ে চায়নি বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের ৯ উইকেটে হারিয়ে এসে সংবাদ সম্মেলনে তামিম জানান এই ভাবনা এসেছে লিটনের কাছ থেকে। 'আমি বলব ওটা ছিল লিটনের অসাধারণ একটা সিদ্ধান্ত। ফিল্ডিংয়ের শেষের দিকে ও এসে আমাকে বলল, "ভাই যদি আপনারা দুইজন ওপেন করেন তাহলে কেমন হয়?" বাঁহাতি বোলাররা ওদের অস্ত্র ছিল, এজন্যই তার এটা বলা। আমি মনে করি ওর সিদ্ধান্তটা অসাধারণ ছিল।'
তামিম-শান্তর জুটিতে আসে ৪৮। ১০৯ রানের লক্ষ্যে বেশ ভালো শুরুই বলা যায়। ২০ রান করে শান্ত ক্যাচ দিয়ে ফেরার পর লিটন ক্রিজে এসে ৬টি দৃষ্টিনন্দন চারে অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতানোয় ভূমিকা রাখেন।
তামিম জানান, ওপেন করতে নেমে ঝুঁকিহীন পথে হাঁটাই ছিল তাদের মূল লক্ষ্য, 'বল অনেক ঘুরছিল, ফলে ডানহাতিদের জন্য কঠিন হতো। আমি আর শান্ত (নাজমুল) উইকেটে গিয়ে আলোচনা করছিলাম, রান কম হলেও ক্ষতি নেই। ওদের ওভারগুলো (ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার) শেষ হয়ে গেলেও আমাদের হাতে ৩০ ওভারের মতো থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের ৪৮ রানের একটা ভালো জুটি হয়েছে। ৪৮ রান দেখতে কম লাগতে পারে, তবে এই উইকেটে ৪৮–ই ১০০ রানের তো।'
Comments