মাহমুদউল্লাহ ফিরলে আলোচনায় বসবেন বিসিবি প্রধান

Mahmudullah
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটে রান নেই, দল টানা হারছে। মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি নতুন কারো অধীনে খেলবে বাংলাদেশ? নানামুখী গুঞ্জনের মাঝে স্পষ্ট কোন অবস্থান জানালেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলে সার্বিক অবস্থা নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অধীনে গত ১২ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের পারফরম্যান্স ছিল বেহাল। দলের হারের সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় ভুগছেন মাহমুদউল্লাহ।

গত ১৩ ইনিংসে তার একটিও ভালো কোন ইনিংস নেই। এই সময়ে সর্বোচ্চ ছিল ২৪ বলে ৩১ রান। বেশিরভাগ ম্যাচের স্ট্রাইকরেট ছিল একশোর নিচে।

রোববার বোর্ড সভা শেষে বেরিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নানান হুট করেই তারা কোন সিদ্ধান্ত নিচ্ছেন না,  'টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে।'

তবে মাহমুদউল্লাহ দেশে ফিরলে তার সঙ্গে বসে আলাপ করতে চান তিনি, 'অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে।' 

অধিনায়ক মাহমুদউল্লাহকে আন্ডার পারফর্ম স্বীকার করতে অবশ্য সমস্যা নেই বোর্ড সভাপতির,  'অবশ্যই (আন্ডার পারফর্মার)। সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না।'

ব্যাটে রান খরায় থাকায় টেস্টে অধিনায়কত্ব হারান মুমিনুল হক। মাহমুদউল্লাহর পরিস্থিতিও একই। টেস্টে তবু কিছু পারফরম্যান্স ছিল, টি-টোয়েন্টিতে নেই কিছুই। তবে নাজমুল বললেন অধিনায়কত্ব নিয়ে তাদের অসন্তুষ্টি ছিল না, সমস্যা পারফরম্যান্সে,  'এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়েও যেতে পারে।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

2h ago