‘নতুন বাঘ আসছে’, নিজেকে নিয়ে বললেন নাসুম
উইকেট নিয়ে এক হাত আড়াআড়ি, আরেক হাত খাড়াভাবে ধরে ছুটছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের উইকেট ফেলে এভাবেই ভিন্ন রকম উদযাপন করতে দেখা গেল তাকে। দারুণ বল করে এই বাঁহাতি স্পিনারই হয়েছেন ম্যাচ সেরা। পরে জানালেন উদযাপনের পেছনে আছে যা।
ক্যারিবিয়ানদের ধসিয়ে দিতে ২৯ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, নাসুম ১৯ রানে ৩ উইকেট নিয়েই হয়েছেন ম্যাচ সেরা। এতেই বোঝা যায় তার বোলিংয়ের প্রভাব ছিল কতটা।
১০ ওভার বল করে ৪ মেডেন দিয়ে স্রেফ ১৯ রানে ৩ উইকেট নাসুমের। ওয়েস্ট ইন্ডিজ ১০৮ রানে গুটিয়ে যায় মূলত তার বোলিংয়ে।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে উদযাপনের কারণ নিয়ে ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গার প্রশ্নের জবাবে নাসুম বলেন, 'আ নিউ টাইগার ইজ কামিং।'
পরে দুভাষী হিসেবে কাজ করা লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল নাসুমের উদযাপনের কারণ ব্যাখ্যা করেন, 'আ নিউ টাইগার ইজ কামিং'… এটা হলো "T" (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার, এটিই এই উদযাপন।'
নিজের ওয়ানডে অভিষেকে প্রথম ম্যাচে উইকেট না পেলেও নাসুম ৮ ওভারে দিয়েছিলেন কেবল ১৬ রান। জানালেন উইকেট নেওয়ার তীব্র তাড়না ছিল তার, 'খুব রোমাঞ্চিত ছিলাম, প্রথম ম্যাচে উইকেট পাইনি, এবার উইকেট পেতে ভাল জায়গায় বল করতে চেয়েছি। উইকেটে সহায়তা ছিল, তা কাজে লাগিয়েছি।'
বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
Comments