টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা দুটি সিরিজ হারার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজে একটি সিরিজ জয়ের কাছাকাছি এসেছে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের সঙ্গে জিতলেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। এর আগে ভাগ্য নির্ধারণী পরীক্ষায় জিতেছে টাইগাররা। টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।
বুধবার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ দল এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতকে এনেছে টাইগাররা। অন্যদিকে ক্যারিবিয়ানদের একাদশে আছে দুটি পরিবর্তন অ্যান্ডারসন ফিলিপ ও জেইডেন সিলসের জায়গায় কিমো পল ও আলজেরি জোসেফকে একাদশে নিয়েছে দলটি।
এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ক্যারিবিয়ানরা। জবাবে ৫৫ বল হাতে রেখে ৪ উইকেটে ১৫১ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ দিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান, রভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পাল, আকিল হোসেন, আলজেরি জোসেফ ও গুডাকেশ মতি।
Comments