টোকিও অলিম্পিকে বিবর্ণ বাকি

ভালো কিছু করার প্রত্যয় নিয়েই টোকিও অলিম্পিকে গিয়েছিলেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। টোকিও অলিম্পিকসের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকেই ছিটকে গেছেন এ শুটার।

রোববার আসাকা শুটিং রেঞ্জে ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১তম হয়েছেন বাকি। স্কোর করেছেন ৬১৯.৮। ২০১৬ সালে রিও অলিম্পিকেও এরচেয়ে ভালো করেছিলেন তিনি। সেবার ৬২১.২ স্কোর করে ২৫তম হয়েছিলেন তিনি।

তবে বাকির ক্যারিয়ার সেরা স্কোর ৬২৪.৮। ২০১৬ সালে দিল্লীতে শুটিং বিশ্বকাপে এ স্কোর গড়েছিলেন। গত মার্চে দিল্লিতে হওয়া বিশ্বকাপ ৬২৪.৫ স্কোর গড়েন ৩১ বছর বয়সী এই শুটার।

কিন্তু এদিন এর কাছাকাছিও যেতে পারেননি পারেননি গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এ শুটার।

অনুশীলনে বরাবরই ভালো করা এ শুটার মূলত বড় ইভেন্টে স্নায়ু চাপ নিয়ন্ত্রণ করতে পারেন না। এদিনও সেই একই পরিণতি। বেশ কিছু শটে তিনি ৯ এর আশে পাশে স্কোর করেছেন। যে কারণে আসর থেকে বিদায় নিতে হয় তাকে।

বাছাই পর্বে শেষ স্থান অর্থাৎ অষ্টম হওয়া চীনের শেং লিহাও স্কোর করেছেন ৬২৯.২। তবে অলিম্পিকের রেকর্ড ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন চীনেরই আরেক শুটার ইয়াং হাওরান।

এর আগে আর্চারির মিশ্র ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। এরপর বিদায় নিলেন বাকি। তবে ব্যক্তিগত লড়াইয়ে সবার আগে ছিটকে গেলে এ শুটার।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago