সোহান উৎরে যাবেন, বলছেন সাকিব
অনেকটা আকস্মিকভাবেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়ে গেছেন নুরুল হাসান সোহান। কেবল জিম্বাবুয়ে সিরিজের জন্য হলেও এখনো দলে জায়গা থিতু হওয়ার অপেক্ষায় থাকা একজনের জন্য কাজটা সহজ না। তবে সাকিব আল হাসান বলছেন, নিজের যোগ্যতা নিয়েই পরীক্ষায় পাশ মার্ক তুলবেন কিপার ব্যাটসম্যান।
শনিবার রাতে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বাংলাদেশ টেস্ট অধিনায়ক টি-টোয়েন্টি দলের নতুন আদল পাওয়া নিয়ে শোনান আশাবাদী কথা, 'আমি তো মনে করি, সে (নুরুল হাসান) যোগ্য। বিসিবিও মনে করেছে, সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ জন্য তাকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি, জিম্বাবুয়ে সিরিজ তার জন্য একটা ভালো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা সে উতরে যেতে পারবে।'
ভবিষ্যতে হতে পারে অনেক কিছুই। তবে বিসিবি থেকে স্পষ্ট বলা হয়েছে কেবল জিম্বাবুয়ে সিরিজের জন্যই অধিনায়কত্ব পেয়েছেন সোহান। জিম্বাবুয়ের পর এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দল পাবে স্থায়ী নেতা। আর সেই নেতা যে সাকিব নিজেই তা অনেকটা ওপেন সিক্রেট ব্যাপার। সাকিবের অধিনায়কত্বে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে সোহানকে।
টেস্টের পর টি-টোয়েন্টির অধিনায়কত্বও ফিরে পেতে যাচ্ছেন তিনি। জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে না নিলে সাকিবকে অধিনায়ক হিসেবে দেখে যেত এই সিরিজেই।
সেদিক থেকে সোহান উৎরে না গেলেও খুব বেশি চিন্তার কিছু নেই বিসিবির। সাকিব তো দায়িত্ব নিচ্ছেনই। অস্বাভাবিক কিছু না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
Comments