শক্তি কমলেও পুরো পয়েন্টেই চোখ ওয়েস্ট ইন্ডিজের

West Indies
ফাইল ছবি

ঘরের মাঠে কদিন আগে ইংল্যান্ডকেও টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। খর্ব-শক্তির দল নিয়ে বাংলাদেশে এসেও আগের বছর জেতে গেছে সিরিজ। বাংলাদেশের বিপক্ষে তাই পরিস্কার ফেভারিট না থাকার কারণ নেই এমনিতে। তবে এবার দুজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই স্কোয়াডে, আরেকজন অনিশ্চয়তায়। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও তবু সাকিব আল হাসানদের বিপক্ষে শতভাগ সাফল্য চায় ক্যারিবিয়ানরা।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে  বাংলাদেশের সর্বশেষ টেস্ট সফর ছিল বিভীষিকাময়। সেবারও সিরিজের ঠিক আগে নেতৃত্বে ফিরেছিলেন সাকিব। দুটি টেস্টেই বাংলাদেশ হারে বিশাল ব্যবধানে। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়।

সেই টেস্টে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার নায়ক কেমার রোচ এবার ইনজুরিতে। প্রথম টেস্টে তিনি খেলবেন কিনা নিশ্চিত না থাকায় তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। নেই বাংলাদেশের বিপক্ষে সব সময় ঝাঁজালো পারফর্ম করা পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ডিউক বলে স্যুয়িং ও বাড়তি বাউন্সের ওস্তাদ জেসন হোল্ডার এই সিরিজ খেলছেন না বিশ্রামের কারণে।

ম্যাচটিতে ক্যারিবিয়ানদের প্রায় অনভিজ্ঞ এক পেস আক্রমণ সামলানোর জন্য পেতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।

Desmond Haynes
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স

প্রধান নির্বাচক কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্স এসব হিসেব নিকেশ করেও জানালেন, নিজেদের খেলাটা খেলতে পারলেই সাকিবদের হোয়াইটওয়াশ করতে পারবেন তারা,  'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট সংগ্রহের দিকে তাকিয়ে আছি আমরা, যেটা খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারলে দুই টেস্টেই জিতে আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারব।'

আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে দুদলের প্রথম টেস্ট।

Comments

The Daily Star  | English

BIDA provides clarification on LNG agreement with US firm

Non-binding heads of agreement with Argent LNG marks first step in negotiation

43m ago