বাংলাদেশের বিপক্ষে হোল্ডারকে পাচ্ছে না উইন্ডিজ, অনিশ্চিত রোচ
বিশ্রাম চেয়ে ছুটির জন্য আবেদন করেছিলেন তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। তার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ফলে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজে একেবারেই থাকছেন না তিনি। অন্যদিকে, চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি পেসার কেমার রোচকে। তবে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে সুযোগ মিলবে তার।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ। সেখানে স্বস্তির খবর রয়েছে সফরকারী বাংলাদেশের জন্য। তিন সংস্করণের গোটা সিরিজে খেলছেন না হোল্ডার। আর প্রথম টেস্টের জন্য এখনও অনিশ্চিত রোচ। ক্যারিবিয়ানরা দলে ডেকেছে এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার ডেভন থমাস, গুড়াকেশ মোতি ও অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতির সাদা বলের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও ফিলিপ এখনও পাননি আন্তর্জাতিক মঞ্চের স্বাদ।
এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড বলেছে, 'অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিবেচনা করা হয়নি কারণ, বিশ্রাম ও রিকভারির জন্য তার ছুটির আবেদন মঞ্জুর করেছে সিডব্লিউআই। সেকারণে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে সব সংস্করণেই খেলা মিস করবেন তিনি।'
ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোট পাওয়া রোচের জন্য প্রথম টেস্টে খেলার দুয়ার অবশ্য বন্ধ হয়ে যায়নি পুরোপুরি। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যদি তিনি ফিটনেস পরীক্ষায় পাস করে যান, তাহলে তাকে ১৩ নম্বর খেলোয়াড় হিসেবে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হবে।'
আগামী ১৬ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেইমন রেইফার, জেইডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ:
শেরমন লুইস ও তাগেনারায়ণ চন্দরপল।
Comments