বৃষ্টিতে ইমরুল-মাহমুদউল্লাহদের ম্যাচও পরিত্যক্ত
দুপুর থেকে চলা টানা গুঁড়ি গুঁড়ি থামল অবশেষে। কিন্তু ততক্ষণে আর মাঠকে খেলার উপযোগী করে তোলার পর্যাপ্ত সময় মিলল না। তাই পরিত্যক্ত হয়ে গেল ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকার ম্যাচ।
শুক্রবার মাঘের বৃষ্টির হানায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের দুটি ম্যাচের একটিও মাঠে গড়াতে পারেনি। টসই হয়নি কোনোটিতে। কুমিল্লা-ঢাকা ম্যাচের আগে পণ্ড হয়ে যায় ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের লড়াই।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমরুল ও মাহমুদউল্লাহদের। মাঝে বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। তাই সন্ধ্যা ৬টার দিকে উইকেট থেকে কাভার সরিয়ে মাঠ পরিচর্যার কাজ শুরু হয়েছিল। গা গরমের জন্য ক্রিকেটাররাও প্রবেশ করেছিলেন সীমানার ভেতরে। কিন্তু ফের বৃষ্টি বাগড়া দিলে খেলা আর শুরু হতে পারেনি। বৃষ্টি শেষ পর্যন্ত থামলেও রাত ৮টা ৪০ মিনিটে চলে আসে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা। ফলে শেষদিনে কোনো বল মাঠে না গড়িয়েই ইতি হলো বিপিএলের এবারের ঢাকা পর্বের।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে কুমিল্লা ও ঢাকা। দুই দলই পেয়েছে সমান এক পয়েন্ট করে। তাতে সাকিব আল হাসানের বরিশালকে নেট রান রেটে টপকে ফের বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কুমিল্লা। ছয় ম্যাচে তাদের অর্জন ৯ পয়েন্ট। সমান পয়েন্ট পেতে দুইয়ে থাকা বরিশাল খেলেছে সাত ম্যাচ। ঢাকা সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
বিপিএলের পরের পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেখানে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, টানা তিন দিন হবে খেলা। এরপর ১১ ফেব্রুয়ারি আবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসর ফিরবে ঢাকায়। শেষ পর্বে সব মিলিয়ে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এর মধ্যে রয়েছে রবিন লিগ রাউন্ডের চারটি, এলিমিনেটর ও কোয়ালিফায়ার মিলিয়ে তিনটি এবং ফাইনাল।
Comments