আমরা আনন্দিত, আমরা গর্বিত: জাহানারা আলম

টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাঠে ৮ উইকেটে হারিয়ে ইতিহাসের অংশ হলো বাংলাদেশ। ২০১৭ সালের পর নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের কাছে টেস্ট হারল কিউইরা। বুধবার মাউন্ট মাঙ্গানুইতে চোখ ধাঁধানো পারফরম্যান্সে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম জয়।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অল-রাউন্ডার জাহানারা আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাঠে ৮ উইকেটে হারিয়ে ইতিহাসের অংশ হলো বাংলাদেশ। ২০১৭ সালের পর নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের কাছে টেস্ট হারল কিউইরা। বুধবার মাউন্ট মাঙ্গানুইতে চোখ ধাঁধানো পারফরম্যান্সে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম জয়।

এ ঐতিহাসিক জয়ে দ্য ডেইলি স্টারকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অল-রাউন্ডার জাহানারা আলম

জাহানারা আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে আমি খুবই খুশি। দেশবাসীও খুব খুশি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো এটা বড় আনন্দের বিষয়। এখান থেকে পাওয়া কনফিডেন্স সামনের টেস্টে ভালো করতে সাহায্য করবে, বিশেষ করে সেকেন্ড টেস্টে।'

'এই টিমে নতুনরা খুব ভালো করেছেন' উল্লেখ করে তিনি বলেন, 'টেস্টে যারা ভালো করেন-মোমিন ভাই, মুশফিক ভাই, লিটনও খুব ভালো করেন মাঝে মাঝে। আলটিমেটলি তারা কিন্তু ভালো পারফরম্যান্স করেছেন। এখানে সাকিব ভাইকে মিস করেছি। সাকিব ভাই ভালো করেন, তামিম ভাই ভালো করেন, রিয়াদ ভাইও তার শেষ ম্যাচে ভালো করেছেন। একদিক থেকে উনাদের মিস করেছি। কিন্তু আলটিমেটলি নতুন টিমের মধ্যে হাঙ্গারনেসটা ছিল। তারা প্রপার এক্সিবিশনটা করতে পেরেছে। তারা খুব ভালো করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।'

ছবি: এএফপি

'বিগত যে টেস্টগুলোতে আমরা হেরেছি। আফগানিস্তান সঙ্গে প্রথম ইনিংসে ভালো করে সেকেন্ড ইনিংসে ফলডাউন করি। আবার অনেক সময় প্রথম ইনিংসে খুব বেশি খারাপ না করলেও, পরের ইনিংসে খারাপ করে ফেলি। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ইনিংসে ভালো করেছি, পরের ইনিংসেও তার ধারাবাহিকতা ছিল। এখানে প্রথম থেকেই ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতা খুব ভালো ছিল এবং ফিল্ডিংও অসাধারণ ছিল। সব কিছু মিলিয়ে আমি মনে করি ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অসাধারণ একটা ব্যাপার হবে। আমি মনে করি জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাস খুব জরুরি। এই আত্মবিশ্বাস থেকে তারা সেকেন্ড টেস্টেও ভালো করবেন।'

'তুলনামূলকভাবে পেসাররা দারুণ বোলিং করেছেন,' বলেন জাহানারা। 'এখানে পেসাররা লিড করছেন। আমরা জানি নিউজিল্যান্ড পেস সহায়ক উইকেট।  এবাদত ভালো বোলিং করেছেন। তিনি ৬টা উইকেট নিয়ে উইনিং পারফরম্যান্স করেছেন। সঙ্গে তাসকিন ভাই ভালো বোলিং করেছেন।'

ব্যাটিংয়ের বিষয়ে এই নারী ক্রিকেটার বলেন, 'লিটন দাস এবং মোমিন ভাই সেঞ্চুরি মিস করলেও তারা কিন্তু দারুন ব্যাটিং করেছেন, একটা ভালো পার্টনারশিপ ছিল। পাশপাশি মুশফিক ভাই, জয় ভালো ব্যাটিং করেছেন।'

জাহানারা আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'আমাদের এখন সামনের দিকে ফোকাস থাকতে হবে। নতুন কিছু নতুন করে শুরু করতে হবে। সেভাবে যদি আমরা শুরু করতে পারি, নতুন টার্গেট নিয়ে আমরা যদি এগোতে পারি, ইনশাল্লাহ সামনের টেস্টেও ভালো করতে পারব।'

'একটা টিমের জয়ের পেছনে শুধু টিমের খেলোয়াড়রা সম্পৃক্ত থাকেন না। টিম অফিশিয়াল, কোচিং স্টাফ, টিম ডিরেক্টর, টিম প্লেয়ার, বিসিবি, বোর্ড সবাই মিলে একটা ফ্যামিলি। সবাই যখন সম্মিলিতভাবে পারফরম্যান্স করে তখন একটা টিম ভালো ফলাফল আনে।' 

'তা ছাড়া উইনিং পারফর্মেন্স কিন্তু একজন খেলোয়াড়ের টার্নিং পয়েন্ট হয়। যেটা আমি মনে করি নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ইবাদত পেয়েছেন এবং তিনি সামনে সেটা অব্যাহত রাখবেন বলে আমি আশা করি। অভিনন্দন টিম বাংলাদেশ। আমরা আনন্দিত, আমরা গর্বিত।'

Comments

The Daily Star  | English

Keep spending on tight leash

The national budget for the fiscal year of 2024-25 is going to be presented in parliament on Thursday with monumental tasks ahead for the government to collect more revenues and contain stubbornly high inflation.

7h ago