আফগানিস্তান সিরিজে থাকছে 'ডিআরএস'

চেষ্টা চালিয়েও 'ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)' চালু করতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তবে আফগানিস্তান সিরিজের শুরু থেকেই ডিআরএস থাকবে বলে জানিয়েছে বিসিবি। রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)।

বিপিএলের মাঝ পথে ডিআরএস থাকবে বলেই জানিয়েছিল বিসিবি। যন্ত্রপাতিও চলে আসে। কিন্তু শেষ পর্যন্ত যারা পরিচালনা করেন সেই টেকনিক্যাল পার্সনদের আনতে পারেনি সংস্থাটি। তবে আফগানিস্তান সিরিজে সে ঝামেলা থেকে মুক্ত হয়েছে তারা।

ডিআরএস প্রসঙ্গে জানতে চাইলে তানভীর বলেন, 'বিপিএল চলাকালীন সময়েই ডিআরএসের যন্ত্রপাতি ঢাকায় চলে এসেছে। বাকি ছিল টেকনিক্যাল পার্সনরা। তারাই চলে আসছেন। তাদের সঙ্গে এটা কনফার্ম হয়েছে যে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা ডিআরএস ব্যবহার করতে পারবো।'

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তিনটি ওয়ানডেই হবে এ ভেন্যুতে। এরপর মার্চের শুরুতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। এ দুই সিরিজেই ডিআরএস থাকছে।

এর আগে বিপিএলে করোনার কারণে ডিআরএস ব্যবহার করা সম্ভব হয়নি বিসিবির। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। সমালোচনার মুখে পরে ডিআরএস এর বদলে বিকল্প হিসেবে অল্টারনেটিভ রিভিউ সিস্টেম বা এডিআরএস' ব্যবহার করে। অবশ্য তাতেও সমালোচনা থামেনি। তবে এবার শুরু থেকেই ডিআরএস পাচ্ছে তারা। 

Comments

The Daily Star  | English

Hasina’s extradition: Dhaka to remind Delhi after certain time

Bangladesh is expecting a reply from India regarding its request for former Prime Minister Sheikh Hasina's extradition and will send a reminder after a certain period if no reply is received from New Delhi, said a spokesperson today

17m ago