৩৬তম দিয়া, প্রথম রাউন্ডের প্রতিপক্ষ বেলারুশের কারিনা

ছবি: টুইটার

টোকিও অলিম্পিকে মাঠে লড়াই দুই দিন আগেই শুরু হয়ে গেলেও আজ (শুক্রবার) থেকে মাঠে নামছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আর্চারিতে এরমধ্যেই মেয়েদের রিকার্ভে র‌্যাঙ্কিং রাউন্ডে অংশ নেন দিয়া সিদ্দিকী। ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৩৬তম হয়েছেন ১৭ বছর বয়সী এ তরুণী।

৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর করেছেন দিয়া। শুরুটা অবশ্য খুব ভালো ছিল না তার। প্রথম ৩৬টি তীরে ৩০৭ পয়েন্ট সংগ্রহ করেছিলেন তিনি। ঘুরে দাঁড়িয়ে পরের ৩৬ তীরে পেয়েছেন ৩২৮ পয়েন্ট।

আগামী ২৭ জুন বেলারুশের দিওমিনস্কায়া কারিনার মোকাবেলা করবেন দিয়া। এদিন ২৯তম হয়েছেন বেলারুশের এ তীরন্দাজ। তবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩১তম, যেখানে দিয়া অবস্থান করছেন ১৫৫ নম্বরে। 

এদিন ২৫ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। ৬৮০ পয়েন্ট পেয়ে র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছেন তিনি। তার সতীর্থরাও পুরনো রেকর্ড ভেঙ্গেছেন। জ্যাং মিনহি ৬৭৭ ও ক্যাং চি ৬৭৫ পয়েন্ট পেয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ান কাং চাই ইয়াং ৬৭৫ মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়া  ৬৭৪ পয়েন্ট পেয়েছেন।

এর আগে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ৬৭৩ পয়েন্ট অর্জন করেছিলেন ইউক্রেনের লিনা হেরাসিমেনকো।

আজ ছেলেদের রিকার্ভের এককে খেলবেন রোমান সানা।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

32m ago