ভুল করে অতিরিক্ত সাঁতারু, ৬ জন ফেরত পাঠালো পোল্যান্ড

অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে পোল্যান্ড। ভুল করে অতিরিক্ত সাঁতারু নিয়ে টোকিও অলিম্পিকে এসেছে তারা। নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি সাঁতারু থাকায় পরে ছয় জনকে দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে দেশটি।

এবারের অলিম্পিকে প্রাথমিকভাবে ২৩ জন সাঁতারু নির্বাচিত করেছিল পোল্যান্ড। কিন্তু নিয়ম অনুযায়ী সে সংখ্যাটা কমিয়ে ১৭ জনে নির্ধারণ করে দিয়েছিল ওয়াটার স্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা ফিনা। কিন্তু তারপরও প্রাথমিক দলের সবাইকে নিয়েই টোকিও পৌঁছায় পোল্যান্ড।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার ক্ষমা চেয়েছেন পোলিশ সুইমিং ফেডারেশন (পিজেডপি) প্রেসিডেন্ট পাওয়েল স্লোমিনস্কি, 'এই ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। সাঁতারুদের প্রতিক্রিয়া, তাদের আবেগ, পোলিশ সুইমিং ফেডারেশনকে সমালোচনার কারণ আমি বুঝতে পারছি এবং এটা যৌক্তিক।'

অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন নিয়ে টোকিওতে পৌঁছানোর পর সেখান থেকে ফেরত যাওয়া স্বাভাবিকভাবেই কষ্টের বাদ পড়া সাঁতারুদের। তাও যদি হয় আবার কর্তৃপক্ষের ভুলে। সে কারণে হতাশা গোপন করতে পারেননি সেসব সাঁতারুরা।

সঙ্গত কারণে সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাদ পড়া সাঁতারুদের মধ্যে ২০১২ ও ২০১৬ অলিম্পিকে পোল্যান্ডকে প্রতিনিধিত্ব করা আলিসিয়া থুর্জ, 'ভেবে দেখুন ব্যক্তিগত জীবন ও কাজকে বিসর্জন দিয়ে, পরিবার থেকে দূরে থেকে আপনার জীবনের পাঁচ বছর উৎসর্গ করে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোর্টিং ইভেন্টের জন্য, শেষে জানলেন সব কিছুর ফলাফল শূন্য।'

ছয় জনের মধ্যে আরেক সাঁতারু মাতেয়াজ চৌনায়েকও হতাশা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে, 'যা ঘটেছে তা দেখে আমি খুবই হতবাক। এটি অযৌক্তিক একটি পরিস্থিতি যা আমার সঙ্গে ঘটা উচিত হয়নি। আসলে, আমি আশা করছি শেষ পর্যন্ত এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠব।'

এই ঘটনার কারণে পিজেডপির উদ্দেশ্যে এক খোলা চিঠিতে বোর্ডকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন পোল্যান্ড সুইমিং দলের অধিকাংশ সদস্য।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

26m ago