৪২ মানি এক্সচেঞ্জকে শোকজ, ৫টির লাইসেন্স বাতিল

bangladesh bank logo

রাজধানীর অন্তত ৮০টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গত ১ সপ্তাহে অভিযান চালিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ৪২টিকে শোকজ করা হয়েছে এবং ৫টির লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।

অভিযানে অনুমোদনহীন ৯টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কার্যালয় সিলগালা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর বিভিন্ন মানিচেঞ্জার প্রতিষ্ঠানে আজ গত বুধবার থেকে এ অভিযান শুরু করে বাংলাদেশ ব্যাংকের ১০টি পরিদর্শন দল।

এসব প্রতিষ্ঠানে অনিয়ম হচ্ছে কি না এবং ইচ্ছাকৃতভাবে মার্কিন ডলার মজুদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়।

Comments

The Daily Star  | English