শেয়ারবাজারের সূচকে প্রতিদিন নতুন রেকর্ড

Share_Market_DSEC

করোনা মহামারির মধ্যেও দেশের পুঁজিবাজারে প্রতিদিন আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে সূচক এবং বাজার মূলধনে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৩ সালে চালু হওয়া এই সূচকের সর্বোচ্চ অবস্থান।

দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের আরেক সূচক ডিএস-৩০, ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এটিও এ সূচকের সর্বোচ্চ অবস্থান।

এই সূচক দুটি ছাড়া ডিএসইর বাজার মূলধন (সব শেয়ারের বাজার মূল্য) পাঁচ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি টাকায় উঠে আসে। যা ডিএসই'র ইতিহাসে সর্বোচ্চ।

গত ১৯ জুলাই প্রথম ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স আগের সর্বোচ্চ রেকর্ড ভেঙে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে উঠে আসে। এরপর থেকে মাঝে কয়েকদিন কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে প্রতিদিনই তার আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতে সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝুঁকছেন। তাছাড়া, ব্যাংকগুলোর কাছেও অতিরিক্ত তারল্যের পরিমাণ বেড়ে যাওয়ায় তারাও বিনিয়োগ করছে পুঁজিবাজারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে জুন শেষে অতিরিক্ত তারল্যের পরিমাণ দুই লাখ ৩১ হাজার ৪৬২ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ বেশি।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

6h ago