পূর্ব ইউক্রেনে রুশ সেনা: এশিয়ার পুঁজিবাজার নিম্নমুখী
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সংখ্যাগরিষ্ঠ দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে 'শান্তি রক্ষায়' রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর এশিয়ার পুঁজিবাজারে দরপতন শুরু হয়।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে জাপানের নিক্কেই পুঁজিবাজার ২ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কোসপি পুঁজিবাজার ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
এ ছাড়াও, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সকালে হংকংয়ের হ্যাং সেং পুঁজিবাজারের সূচক ২ দশমিক ২ কমেছে।
প্রতিবেদন মতে, চীনের সাংহাই পুঁজিবাজার ও অস্ট্রেলিয়ার পুঁজিবাজার ১ শতাংশ করে কমেছে।
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকটের জের ধরে গতকাল জার্মানির ড্যাক্স পুঁজিবাজার ও ফ্রান্সের ক্যাক ৪০ পুঁজিবাজারের কার্যক্রম ২ শতাংশ দরপতনের মধ্য দিয়ে শেষ হয়।
লন্ডনভিত্তিক সিএমএম মার্কেটের বাজার বিশ্লেষক তিনা তেং গণমাধ্যমকে বলেছেন, 'ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত থাকতে চাচ্ছেন। তাই পুঁজিবাজার নিম্নমুখী।'
সিঙ্গাপুরভিত্তিক সিআইএমবি প্রাইভেট ব্যাংকিং'র বাজার বিশ্লেষক সং সেং উন বিবিসিকে বলেন, 'যুদ্ধের ঝুঁকি আছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কেননা, ইউক্রেন সংকট আরও ঘনীভূত হচ্ছে।'
তার মতে, 'বিনিয়োগকারীরা এই ভেবে ভয় পাচ্ছেন যে যুদ্ধ বাঁধলে পণ্য পরিবহন খরচ বেড়ে যাবে। এমনকি, আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে।'
Comments