পুঁজিবাজার: সার্কিট ব্রেকার ২ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত

ছবি: সংগৃহতি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সার্কিট ব্রেকার ২ শতাংশ থেকে ৫ শতাংশে নির্ধারণ করেছে।

কমিশন আজ বুধবার এক আদেশে এ কথা জানিয়েছে। এর ফলে কোম্পানির শেয়ারের দাম একদিনে ৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার ওপর চলমান চাপ, বিভিন্ন পণ্যের আকাশচুম্বী দাম এবং মূল্যস্ফীতির উচ্চহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুঁজিবাজারে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকে গত মাসে সার্কিট ব্রেকার ১০ শতাংশ থেকে নামিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছিল কমিশন।

তবে, কমিশনের ওই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। কেননা, এর ফলে বাজারে তারল্যের সংকট দেখা দেয়।

Comments

The Daily Star  | English
Debunking myths about air pollution in Bangladesh

Debunking myths about air pollution in Bangladesh

Discover the myths surrounding air pollution in Bangladesh and its real health impacts.

4h ago