ডিএসইর টার্নওভার এক বছরের মধ্যে সর্বনিম্ন
মাত্র ২ দিন বৃদ্ধির পর শেয়ার বাজার আজ রোববার আবার পতনের প্রবণতায় ফিরে এসেছে। শেয়ার বাজারের টার্নওভার এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।
ডিএসইএক্স, ডিএসইর বেঞ্চমার্ক সূচক আজ দিন শেষে ৩০ পয়েন্ট বা শুন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৬ হাজার ৫৫৪-তে নেমেছে।
টার্নওভার আগের দিনের ৫২৯ কোটি টাকা থেকে ২৫ শতাংশ কমে ৩৯৩ কোটি টাকায় নেমে এসেছে। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল ডিএসইর সর্বনিম্ন ২৩৬ কোটি টাকা টার্নওভার ছিল।
ডিএসইতে আজ ৫৮টি শেয়ারের দাম বেড়েছে, ২৮০টির কমেছে এবং ৪১টির অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ দরপতন হয়েছে। সিএসইর প্রধান সূচক ৬৪ পয়েন্ট বা শুন্য দশমিক ৩৩ শতাংশ হ্রাস পেয়ে ১৯ হাজার ৩০২-এ দিন শেষ করে।
লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার মধ্যে ৫০টির দাম বেড়েছে, ১৭৩টির কমেছে এবং ৩৯টির অপরিবর্তিত রয়েছে।
Comments